কীভাবে আলাপ হল অদ্রিজা এবং বিগ্নেশের? ছবি: সংগৃহীত।
মুম্বই থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শাহপুর। সেখানেই মনের মানুষের সঙ্গে বাগ্দান সেরেছেন অভিনেত্রী অদ্রিজা রায়। বেশ কিছু ছবি ভাগও করে নিয়েছেন তিনি। অদ্রিজার হবু স্বামী বিগ্নেশ আইয়ারকে নিয়ে ইতিমধ্যেই দর্শকমনে কৌতূহল তৈরি হয়েছে। কী ভাবে আলাপ হল তাঁদের? কোন পেশার সঙ্গে যুক্ত অদ্রিজার হবু স্বামী?
আংটিবদলের অনুষ্ঠান কাটিয়ে আবার শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী। মাত্র তিন দিনের ছুটি পেয়েছিলেন। ‘অনুপমা’ ধারাবাহিকের অভিনেত্রী জানালেন,স প্রায় এক বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। প্রথম দিনেই বিয়ের কথা আলোচনা হয়েছিল তাঁদের। অদ্রিজা বলেন, “একটা পার্টিতে ওর (বিগ্নেশ) সঙ্গে আমার আলাপ হয়েছিল। পার্টিতে দেখি একটা লাজুক ছেলে চুপচাপ বসে রয়েছে। সেখান থেকেই আমার ওর প্রতি আগ্রহ তৈরি হয়। তার পরে ইনস্টাগ্রামের মাধ্যমে কথা শুরু হয়। প্রথম দিন ‘ডেট’-এ গিয়েই আমাকে বিয়ের কথা বলেছিল। আসলে দু’জনেই আমরা পশুপ্রেমী। সেখান থেকেই ভাললাগার সূত্রপাত।”
অদ্রিজার বাড়িতে পোষ্য আছে। তিনি নিজে পশুপ্রেমী। অন্য দিকে তাঁর হবু শ্বশুরবাড়ির নিজস্ব খামার আছে। সেখানে ২৭০টি সারমেয় আছে। সঙ্গে আছে বেশ কিছু গরু এবং ময়ূর। ওই খামারবাড়িতেই বাগ্দানের আয়োজন করা হয়েছিল। অদ্রিজা যোগ করেন, “মুম্বইয়ের ঠাণেতে ওদের বাড়ি আছে। আর শাহপুরে রয়েছে খামারবাড়ি। বিগ্নেশের পারিবারিক ব্যবসা। ওদের বেশ কিছু দক্ষিণী খাবারের রেস্তরাঁ আছে মুম্বইয়ে।”
তা হলে আগামী দিনে আর কি কলকাতায় ফিরবেন না অদ্রিজা? অভিনেত্রী বলেন, “কলকাতায় ভাল কাজ পেলে কেন করব না! কিন্তু এই মুহূর্তে হিন্দি ধারাবাহিকে কাজ এবং পারিবারিক সূত্রে মুম্বইয়েই থাকব আশা করছি। বছরের শুরুতে আংটিবদল সারলেও বিয়ে এখনও দেরি। হাতে এখনও দেড়-দু’বছর সময় আছে।” তবে বিয়ে করলেও খুব ছিমছাম ভাবে হবে তা। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই বিয়ে করার ইচ্ছা অভিনেত্রীর। পরে বড় করে পার্টির আয়োজন করবেন। আংটিবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদ্রিজার মা-বাবা, ঠাকুরমা, কাকা-কাকিমারা আর ছিলেন তাঁর ছোটবেলার কিছু বন্ধু। সঙ্গে গিয়েছিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।