—প্রতীকী ছবি।
বিয়ের পর শুরু হয় জীবনের এক নতুন অধ্যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে জীবনের এই অধ্যায় যেমন আনন্দময় হয়, তেমনই মনের ভিতর কাজ করে চাপা ভয় ও দুঃখ। নতুন বাড়িতে এসে সকলের সঙ্গে ঠিকঠাক মানিয়ে নিতে পারবেন কি না সে নিয়ে নানা চিন্তা কাজ করে। আর বাপের বাড়ি ছেড়ে আসার দুঃখও থাকে। তবে প্রথম দিকে নবদম্পতিদের জীবনে শুধুই আনন্দ বিরাজ করে, কোনও ঝামেলা থাকে না বললেই চলে। দাম্পত্যজীবনের সেই সুখ বজায় রাখতে গেলে কিছু জিনিস মাথায় রাখা জরুরি। কথায় আছে, নিয়ম যেখানে মানা হয় সেখানে মা লক্ষ্মী বিরাজমান থাকেন। আর যেখানে মা লক্ষ্মী বিরাজমান হন, সেখানে সুখশান্তির কোনও অভাব থাকে না। শাস্ত্র তাই সদ্যবিবাহিত মহিলাদের বিয়ের প্রথম এক বছর বিশেষ কয়েকটা নিয়ম মেনে চলার নিদান দিচ্ছে। তা হলে গোটা দাম্পত্যজীবন সুখে-শান্তিতে ভরে থাকবে।
নিয়ম:
১) বিয়ের এক বছরের মধ্যে ভুলেও চুল কাটতে যাবেন না। প্রয়োজন হলে বিয়ের আগে চুল কাটতে পারেন বা এক বছর হওয়ার পর চুল কাটা যেতে পারে। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে চুল না কাটাই ভাল হবে।
২) অধিবাস থেকে বাসি বিয়ে, বিয়ের সকল অনুষ্ঠানে কনেরা যে পোশাক পরবেন, সেই জামাকাপড় অন্য কাউকে পরতে দেওয়া যাবে না। পরে দিলেও, প্রথম এক বছরের মধ্যে সেগুলি কাউকে পরতে দেওয়া উচিত হবে না।
৩) প্রতি দিন চুল আঁচড়ানোর সময় চিরুনির সঙ্গে উঠে আসা চুল যেখানে-সেখানে ফেলা যাবে না। উঠে আসা চুল কোনও নির্দিষ্ট একটি জায়গায় যত্ন করে জমিয়ে রাখতে হবে। পরে কোনও জলাশয়ে তা ফেলে দিতে পারেন।
৪) বিয়ের এক বছরের মধ্যে যদি কেউ মারা যান, সেই মানুষ যত কাছেরই হোক না কেন, তাঁর অন্তিমকার্যে যাওয়া যাবে না।
৫) বিয়ের প্রথম এক বছর কোনও শ্রাদ্ধবাড়িতে ভোজন করতে নেই।
৬) বিয়েতে ব্যবহৃত পোশাক বাদে, গয়না ও সাজার জিনিসও অপরকে ব্যবহার করতে দেওয়া ঠিক হবে না বলে জানাচ্ছে শাস্ত্র।
৭) বিয়ের সময় মাথায় পরা শোলার মুকুট, মালা, গাছকৌটো, জোড়ের কাপড় প্রভৃতি বিশেষ কিছু জিনিস খুবই যত্ন করে তুলে রাখতে হবে। প্রথম এক বছর এটা মানা অত্যন্ত জরুরি।