আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।
কলকাতা এবং দেশের নানা শাখায় কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে একাধিক পদমর্যাদায় চাকরির সুযোগ রয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬টি পদমর্যাদায় নিয়োগ হবে। এগুলি হল— অ্যাকাডেমিক সায়েন্টিস্ট, সেকশন অফিসার অ্যাকাউন্টস, সেকশন অফিসার জেনারেল, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট সিভিল, অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফার্মাসিস্ট, ড্রাইভার, বাইন্ডার, অপারেটর কাম মেকানিক (অডিয়ো-ভিস্যুয়াল),অপারেটর কাম মেকানিক (লিফট), অ্যাসিস্ট্যান্ট প্রিন্টিং, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি এবং কুক। মোট শূন্যপদ ৪৩।
পদ অনুযায়ী, আবেদনকারীদের বয়স ৩৫ বা ৪০ বছরের মধ্যে হতে হবে। যোগ্যতার বাকি মাপকাঠি প্রতি ক্ষেত্রে আলাদা। পদের ভিত্তিতে বেতনকাঠামো মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা থেকে সর্বাধিক ৪৪,৯০০ থেকে ১, ৪২,৪০০ টাকা হতে পারে। এ ছাড়া দেওয়া হবে অতিরিক্ত ভাতাও। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, তেজপুর-সহ আইএসআই-এর নানা শাখায়।
ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। একইসঙ্গে সংরক্ষিতদের ২৫০ টাকা এবং অসংরক্ষিতদের ৫০০ টাকা জমা দিতে হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি নথি পাঠানোর শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা স্কিল টেস্টের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।