IIT Kharagpur Recruitment 2026

আইআইটি খড়্গপুরে প্রফেশনাল ট্রেনি প্রয়োজন, কোন বিভাগের জন্য আবেদন গ্রহণ করা হবে?

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে সাম্মানিক হবে মাসে সর্বাধিক ৩০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১২:৩১
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর-এর একটি কেন্দ্রের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি সে কথা জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থপুষ্ট প্রকল্পের কাজ করতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের স্পনসরড রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কনসালট্যান্সি (স্রিক) বিভাগে ‘স্রিক এসট্যাব্লিশমেন্ট এক্সপেন্সেস ফান্ড’ প্রকল্পের জন্য এই নিয়োগ। সেখানে একজন প্রফেশনাল লিগ্যাল ট্রেনি-লিগ্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী এক বছর তাঁকে ওই পদে বহাল রাখা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে তাঁর সাম্মানিক হবে মাসে সর্বাধিক ৩০,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সে স্নাতক যোগ্যতা থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে ইন্ডিয়ান পেটেন্ট এজেন্ট পরীক্ষায়। এ ছাড়াও প্রয়োজন অন্য যোগ্যতার, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ২৫০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৫০০ টাকা। আগামী ১২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন।

Advertisement
আরও পড়ুন