ইউপিএসসি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আমলা নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয় ইউপিএসসি। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা (সিএসসই)-র মাধ্যমে নির্বাচিতদের কোন রাজ্যে কী ভাবে আসন বণ্টন করা হবে, সেই নিয়মবিধিতে এ বার বদল আনা হল। সম্প্রতি কমিশনের তরফে এ সংক্রান্ত ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বিভাগ (ডিওপিটি) জানিয়েছে, এত দিন সিএসই-তে নির্বাচিতদের আগে ‘জ়োনাল ক্যাডার অ্যালোকেশন’ নিয়ম মেনে আসন বরাদ্দ করা হত। দেশের মোট পাঁচটি অঞ্চলে আধিকারিকদের পোস্টিং দেওয়া হত। ২০১৭ সাল থেকে চালু ছিল এই নিয়মবিধি। সম্প্রতি সেই বিধিতেই বদল এনেছে ইউপিএসসি। জানিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের আদ্যক্ষরের মাধ্যমে চারটি শ্রেণি বা গ্রুপ-এ ভাগ করা হবে। এর পর আইএএস, আইপিএস, আইএফএস (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস) আধিকারিকদের সেই সমস্ত রাজ্যে পোস্টিং দেওয়া হবে। একই সঙ্গে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্ত শূন্য আসন পূরণ করতে হবে।
চারটি গ্রুপের মধ্যে প্রথম গ্রুপে থাকবে অন্ধপ্রদেশ-গোয়া-মিজোরাম অ্যান্ড ইউনিয়ন টেরিটোরি (এজিএমইউটি), অসম-মেঘালয়, বিহার এবং চণ্ডীগড়। দ্বিতীয় গ্রুপে থাকবে গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ। মহারাষ্ট্র, মণিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, সিকিম এবং তামিলনাড়ু থাকবে তৃতীয় গ্রুপে। চতুর্থ গ্রুপে থাকবে তেলঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।
শূন্য আসন, পরীক্ষার্থীদের র্যাঙ্ক এবং ক্যাটেগরির ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। প্রথমে ‘ইনসাইডার ভেক্যান্সি’-র মাধ্যমে আসন পূরণ করা হবে। এর পর আসন পূরণ করা হবে ‘আউটসাইডার ভেক্যান্সি’-র মাধ্যমে। পরীক্ষার্থীরা নিজেদের পছন্দের রাজ্য বাছাই করে থাকলে তাঁদের সেই রাজ্যে পোস্টিং দেওয়া হবে। অথবা নতুন নিয়ম অনুযায়ী, যে গ্রুপের অন্তর্ভুক্ত ওই রাজ্য বা সেই গ্রুপেরই অন্যান্য রাজ্যে পোস্টিং দেওয়া হবে। দেশের সমস্ত রাজ্যেই পর্যায়ক্রমে ঘুরিয়ে ফিরিয়ে আধিকারিকদের কাজের দায়িত্ব পালন করতে হবে। তবে আসন বরাদ্দ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ ভাবে সক্ষমদের। এ ছাড়া, নয়া বিধিতে, ৩১ জানুয়ারির মধ্যেই সমস্ত রাজ্যকে শূন্য আসনের তালিকা কমিশনের কাছে পেশ করার কথাও বলা হয়েছে।
কমিশনের দাবি, নতুন নিয়ম চালু হলে আসন বরাদ্দ করার ক্ষেত্রে আরও সমতা এবং স্বচ্ছতা আসবে। দেশের সমস্ত রাজ্যেই সমপরিমাণ আধিকারিক নিযুক্ত হবেন। এ ছাড়া, নিযুক্তেরা শুধুমাত্র নিজেদের রাজ্যেই পোস্টিং পেয়ে অতিরিক্ত সুবিধা লাভ করবেন। তাঁদের অন্যত্র স্থানান্তর করা হবে না, এই নিয়মও আর থাকবে না।