CTET Exam City Slip 2026

সিটেট কোন কেন্দ্রে দিতে যেতে হবে! তথ্য প্রকাশ করল সিবিএসই, কী ভাবে সংগ্রহ করবেন?

মোট ২০ ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। দেশের ১৩২টি পরীক্ষাকেন্দ্রে সিটেট নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৬:৫১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট)। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) আগামী মাসেই দেশজুড়ে পরীক্ষার আয়োজন করবে। পরীক্ষার্থীদের জন্য ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করল বোর্ড।

Advertisement

চলতি বছরের সিটেট আগামী ৮ ফেব্রুয়ারি। ওই দিন প্রথম এবং দ্বিতীয়— দু’টি পত্রের পরীক্ষা একই দিনে নেওয়া হবে। দু’টি অর্ধে পরীক্ষার জন্য নির্ধারিত সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। মোট ২০ ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। দেশের ১৩২টি পরীক্ষাকেন্দ্রে সিটেট নেওয়া হবে। পরীক্ষার্থীরা ওই দিন কোন কেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন, সে জন্য ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করা হল বোর্ডের তরফে। যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যা না হয়, তাই আগেভাগে তাঁদের সমস্ত তথ্য জানানো হয়েছে ওই ‘স্লিপ’-এ।

কী ভাবে সংগ্রহ করবেন?

১। পরীক্ষার্থীদের সিটেট-এর ওয়েবসাইট ctet.nic.in-এ যেতে হবে।

২। সেখানে হোমপেজ থেকে ‘ভিউ ডেট অ্যান্ড সিটি ফর সিটেট ফেব ২০২৬’-লেখায় ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে ক্লিক করে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিলেই ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ স্ক্রিনে দেখা যাবে।

৪। পরীক্ষার্থীদের ওই স্লিপ ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

উল্লেখ্য, চলতি বছরে প্রায় ২৫.৩০ লক্ষ মানুষ আবেদন জানিয়েছেন সিটেট-এ। যা জুলাইয়ের ২০ লক্ষ এবং ২০২৪-এর ১৬ লক্ষের থেকে অনেকটাই বেশি।

Advertisement
আরও পড়ুন