আইআইএম কলকাতা। ছবি: সংগৃহীত।
ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা প্রশাসনিক ব্যবস্থা (গভর্নেন্স), যাঁদের উচ্চশিক্ষার বিষয়, তাঁদের গবেষণার খুঁটিনাটি শেখাবে আইআইএম কলকাতা। রাজ্যের নামী ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তরফে আয়োজন করা হবে একটি ‘সামার স্কুল’-এর। এ জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের ফিন্যানশিয়াল রিসার্চ অ্যান্ড ট্রেডিং ল্যাবের তরফে একাদশতম ‘সামার স্কুল’-এর আয়োজন করা হবে। প্রতিষ্ঠানেই স্বল্পসময়ের জন্য গবেষণার নানা বিষয় সম্পর্কে বিশেষ পাঠ দেওয়া হবে। বিভিন্ন নামী জার্নালে প্রকাশিত অত্যাধুনিক গবেষণার বিষয় সম্পর্কে জানা যাবে এই ‘সামার স্কুল’ থেকে। শেখা যাবে গবেষণার ‘প্রোপোজ়াল’ বা গবেষণাপত্র লেখা বা গবেষণার পদ্ধতি। আলোচনা করা হবে উল্লেখযোগ্য গবেষণার কাজ নিয়েও।
‘সামার স্কুল’-এ মূলত পাঁচটি বিষয়ের পাঠ দেওয়া হবে। সেগুলি হল — ইকোনোমেট্রিক্স, ফিন্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স, প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট প্রেজ়েন্টেশন এবং পেপার রাইটিং অ্যান্ড সাবমিশন। আগামী ৪ থেকে ৯ মে চলবে এই প্রোগ্রাম।
যাঁরা ভবিষ্যতে ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা গভর্নেন্সে গবেষণা করতে চান, তাঁরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। পাশাপাশি, যাঁরা ইতিমধ্যেই গবেষণা শুরু করেছেন বা শিক্ষকতা করেছেন, তাঁরাও এ জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই জীবনপঞ্জি-সহ আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনমূল্য ৪০০০ টাকা। আগামী ১৫ এপ্রিল আবেদনের শেষ দিন।