Bangladesh Cricket Chaos

বিশ্বকাপ থেকে বাতিল হওয়া বাংলাদেশের সাংবাদিকদের আশার কথা শোনাল আইসিসি, তবে শর্তও বেঁধে দিল জয় শাহের বোর্ড

বাংলাদেশের সাংবাদিকদের অভিযোগ, বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ম্যাচে থাকার অনুমতি তাঁরা পাননি। এই অভিযোগের মাঝেই আশার কথা শুনিয়েছে আইসিসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৪৪
cricket

বিশ্বকাপে কি প্রেসবক্সে বসতে পারবেন বাংলাদেশের সাংবাদিকেরা? —ফাইল চিত্র।

বাংলাদেশের সাংবাদিকদের আশার কথা শোনাল আইসিসি। সে দেশের সাংবাদিকেরা অভিযোগ করেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর তাঁদের ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ম্যাচে থাকার অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ, তাঁদের কার্ড দেওয়া হয়নি। আইসিসি জানিয়েছে, এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই-কে আইসিসির এক সূত্র বলেছে, “নতুন করে সবটা হচ্ছে। যেহেতু আবেদনের সংখ্যা বেড়েছে ও সূচি বদলেছে তাই সময় লাগছে। সাংবাদিকদের কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে।”

পাশাপাশি একটি শর্তের কথাও জানা গিয়েছে। ওই সূত্র বলেছে, “প্রতিটা দেশের একটা নির্দিষ্ট কোটা থাকে। ৪০ জনের বেশি সাংবাদিককে কার্ড দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি সাংবাদিক কার্ডের আবেদন করেছেন। প্রত্যেককে তো দেওয়া যাবে না। কাদের কার্ড দেওয়া হবে তা খতিয়ে দেখা হচ্ছে। তার পর তাদের কার্ড দিয়ে দেওয়া হবে।”

এর আগে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ডেলি স্টার’ জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তাদের জানিয়েছেন, ১৩০ থেকে ১৫০ জন বাংলাদেশি সাংবাদিক বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি চেয়েছিলেন। তাঁদের অনুমতি দেওয়া হয়নি। আমজাদ বলেন, “আমি যত দূর জানি, বাংলাদেশি সাংবাদিকদের কার্ডের আবেদন খারিজ করা হয়েছে। এ বছর ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক আবেদন করেছিলেন। কেউ অনুমতি পাননি।”

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, যে সাংবাদিকদের আগে অনুমতি দেওয়া হয়েছিল, তাঁদের অনুমতিও বাতিল করা হয়েছে। মীর ফরিদ নামের এক সাংবাদিক বলেন, “আইসিসি গত ২০ জানুয়ারি ইমেল মারফত আমাকে অনুমতি দিয়েছিল। সেখানে ভিসা সংক্রান্ত অনুমতিও ছিল। কিন্তু ২৬ জানুয়ারি আরও একটা ইমেল করে সেই অনুমতি বাতিল করা হয়েছে।”

১৯৯৯ সাল থেকে আইসিসি প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। কিন্তু সেখানকার সাংবাদিকেরা আরও আগে থেকে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় থেকেছেন। ১৯৯৬ সালের বিশ্বকাপ থেকে প্রতিটি আইসিসি প্রতিযোগিতায় গিয়েছেন আরিফুর রহমান বাবু। তাঁকেও এ বার অনুমতি দেওয়া হয়নি। আরিফুর বলেন, “যদি দল না-ও খেলে তা হলেও আইসিসির পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য দেশের সাংবাদিকদের অনুমতি দেওয়া হয়। কেন আমাদের অনুমতি দেওয়া হল না, সেটাই বুঝতে পারছি না। আমি অবাক হচ্ছি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি।”

আইসিসির পূর্ণ ও সহযোগী সদস্য দেশের মধ্যে যারা বিশ্বকাপ বা অন্য আইসিসি প্রতিযোগিতায় খেলার সুযোগ পায় না, সেই সব দেশের সাংবাদিকদেরও বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি দেয় আইসিসি। ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রে ফিফাও সেই নিয়ম মেনে চলে। কিন্তু এ বার বাংলাদেশের সাংবাদিকদের ক্ষেত্রে আইসিসি তা মানেনি বলে সে দেশের সাংবাদিকেরা অভিযোগ করেছেন। সেই অভিযোগের পরেই জবাব দিল বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা।

Advertisement
আরও পড়ুন