Ranojoy Bishnu

বিয়ের আগেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা রণজয় বিষ্ণু? কী হয়েছে টলিপাড়ার নায়কের?

আর কিছু দিন পরেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা রণজয় বিষ্ণু। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। চিকিৎসক কী বললেন?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৩৮
কী হয়েছে রণজয়ের?

কী হয়েছে রণজয়ের? ছবি: সংগৃহীত।

বাকি আর মাত্র ক’টা সপ্তাহ। ফেব্রুয়ারির ১৪ তারিখে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা রণজয় বিষ্ণু। এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা। ইদানীং যত বারই সাংবাদিকের সম্মুখীন হয়েছেন তত বারই তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে। যদিও এ প্রসঙ্গে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে রাজি নন অভিনেতা। কিন্তু হঠাৎ কী হল তাঁর?

Advertisement

অভিনেতা জানিয়েছেন, ছোট থেকেই ঠান্ডা লাগার ধাত তাঁর। তাই একটু আবহাওয়া বদলালেই সর্দি-কাশিতে ভুগতে হয়। কিন্তু এই বার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। রণজয় বলেন, “অনেক দিন পরে এইরকম ভাবে কাবু হলাম। খুব জ্বর হয়েছে। ডাক্তার দেখিয়েছি। দু’দিন বিশ্রাম নিতে বলেছেন। অনেক দিন আগে এতটা শরীর খারাপ হয়েছিল আমার।”

১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন অভিনেতা। ফলে বিয়ের আগে একগুচ্ছ কাজ আছে। তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা এই মুহূর্তে খুবই দরকার নায়কের। শোনা যাচ্ছে, এর পরে আবার নতুন ধারাবাহিকেও দেখা যেতে পারে তাঁকে। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে এই বিষয়ে কোনও কথা বলেননি নায়ক। তবে বিয়ে প্রসঙ্গে, শ্যামৌপ্তি জানিয়েছিলেন, তাঁরা খুব বেশি আড়ম্বর চান না। খুব ছিমছাম ভাবে নিজেদের বিশেষ দিনটা সাজাতে চান।

Advertisement
আরও পড়ুন