কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
যৌন নির্যাতনের জেরে অন্তঃসত্ত্বাহয়ে পড়েছিলেন এক তরুণী। গর্ভপাতের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় প্রয়োজন ছিল আদালতের অনুমতির। শেষমেশ কলকাতা হাই কোর্ট তাঁকে সেই অনুমতি দিয়েছে। বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, এসএসকেএম হাসপাতালের সুপারকে তরুণীর গর্ভপাত করার জন্য পদক্ষেপ করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ১৩ মে। আদালতের খবর, আজ, বুধবার তাঁকে এসএসকেএম হাসপাতালে যেতে বলা হয়েছে।
নির্যাতিতা তরুণীর আইনজীবী কাঞ্চন জাজু জানান, গত ডিসেম্বর মাসে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তাঁর মক্কেল। সেখানে তরুণীরই এক আত্মীয় তাঁকে ধর্ষণ করেন। তার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। ওই ঘটনার পরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তরুণী। সেই ধাক্কা সামলাতে গিয়ে গর্ভপাতের স্বাভাবিক সময় (২৪ সপ্তাহ) পেরিয়ে যায়। তাই গর্ভপাতের অনুমতি চেয়ে কোর্টের দ্বারস্থ হন তিনি। এই মামলার এর আগে বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল। তিনি নির্দেশ দিয়েছিলেন, এসএসকেএম হাসপাতালের সুপারকে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে নির্যাতিতা তরুণীর মানসিক ও শারীরিক পরিস্থিতির বিবেচনাকরতে হবে। তার ভিত্তিতে আদালতে রিপোর্ট দিতে হবে। বিচারপতির আরও নির্দেশ ছিল, গর্ভপাত আইন (মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট ১৯৭১)অনুযায়ী কী পদক্ষেপ করা যেতে পারে সেই বিষয়টিও বিবেচনা করবে মেডিক্যাল বোর্ড।
সোমবার এই মামলার শুনানিতে মেডিক্যাল বোর্ড বিচারপতি অমৃতা সিংহের এজলাসে রিপোর্ট দিয়ে জানায় যে তরুণীর গর্ভপাত করা যেতে পারে। তারপরেই দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন তিনি।