Calcutta High Court

অনেক কিছুতে টাকা খরচ করেন, রাস্তা সারাইয়ের জন্য অর্থ বরাদ্দ করুন! রাজ্যকে দু’সপ্তাহ সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট

রাজ্যকে বিচারপতি সৌমেন সেনের নির্দেশ, বেহাল রাস্তা সারাইয়ের জন্য দু’সপ্তাহের মধ্যে পদক্ষেপ করতে হবে রাজ্যকে। না-হলে আদালত স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করবে বলে জানান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৩:৪৫
রাজ্যে বেহাল রাস্তা নিয়ে অসন্তোষ প্রকাশ কলকাতা হাই কোর্টের।

রাজ্যে বেহাল রাস্তা নিয়ে অসন্তোষ প্রকাশ কলকাতা হাই কোর্টের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যে বেহাল রাস্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। অবিলম্বে রাস্তা সারাই করা উচিত বলে মন্তব্য আদালতের। বৃহস্পতিবার রাজ্যের উদ্দেশে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের মন্তব্য, “রাস্তা সারাইয়ের জন্য অর্থ বরাদ্দ করুন। অনেক কিছুতে টাকা খরচ করছেন। সেখানে শুধু টাকা চলেই যাচ্ছে। সঠিক জায়গায় খরচ করুন।”

Advertisement

বিচারপতি সেন বলেন, “জেলার রাস্তাগুলির হাল খুবই খারাপ। এমনকি প্রায়ই সংবাদমাধ্যমে দেখি জেলায় জেলায় রাস্তা খারাপ। সেই রাস্তা দিয়ে রোগী আনা যায় না।” তার পরেই রাজ্যের উদ্দেশে তিনি বলেন, “রাস্তার জন্য অর্থ বরাদ্দ করুন। জেলা পরিষদগুলির কাছে এই বার্তা পোঁছে দিন।”

কলকাতার তারাতলা এলাকায় একটি রাস্তার বেহাল অবস্থা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে বিচারপতি সেনের পর্যবেক্ষণ, তারাতলা, বজবজের পুরো এলাকা জুড়ে রাস্তার অবস্থা খুবই খারাপ। রাজ্যকে বিচারপতির নির্দেশ, দু’সপ্তাহের মধ্যে পদক্ষেপ করতে হবে। না হলে আদালত স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করবে বলে জানান তিনি। বিচারপতি সেন বলেন, “গোটা রাজ্যের রাস্তার অবস্থা নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা করবে।”

Advertisement
আরও পড়ুন