Justice Amrita Sinha

আদালতের নির্দেশ অমান্য, পশ্চিম মেদিনীপুরের স্কুল পরিদর্শকের বেতন বন্ধ করে দিতে বললেন বিচারপতি সিংহ

আদালতের নির্দেশ সত্ত্বেও মৃত শিক্ষকের স্ত্রীকে অবসরকালীন সুযোগ-সুবিধা দিতে দেরি করার অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-এর বিরুদ্ধে। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, মৃত শিক্ষকের স্ত্রী অবসরকালীন প্রাপ্য সুবিধা না-পাওয়া পর্যন্ত বেতন বন্ধ থাকবে ডিআই-এর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৫:৩৯
বিচারপতি অমৃতা সিংহ।

বিচারপতি অমৃতা সিংহ। —ফাইল চিত্র।

আদালতের নির্দেশ অমান্য করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক (ডিআই)-এর বেতন বন্ধ করে দিতে বলল কলকাতা হাই কোর্ট। এক মৃত শিক্ষকের স্ত্রীকে অবসরকালীন সুযোগ-সুবিধা দিতে দেরি করায় ওই নির্দেশ আদালতের। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, মৃত শিক্ষকের স্ত্রী অবসরকালীন প্রাপ্য সুবিধা না-পাওয়া পর্যন্ত বেতন বন্ধ থাকবে ডিআই-এর।

Advertisement

অবসরের পরে প্রাপ্য না-পাওয়ায় হাই কোর্টের মামলা করেন পশ্চিম মেদিনীপুরের বৌলাসিনী বিবেকানন্দ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত হাইত। তাঁর অভিযোগ, বার বার আবেদন করা সত্ত্বেও পশ্চিম মেদিনীপুরের ডিআই অমিত রায় কোনও ব্যবস্থা নেননি। মামলা চলাকালীন দেবব্রতের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পরে স্ত্রী অপর্ণা হাইত নতুন করে হাই কোর্টে আবেদন করেন। গত বছর ২৫ নভেম্বর ওই মামলাটি দায়ের হয়। বিচারপতি সিংহের নির্দেশ ছিল, গত বছর ৩০ ডিসেম্বরের মধ্যে মামলাকারীকে সমস্ত পাওনা এবং অবসরের সুবিধা পাইয়ে দিতে হবে। অভিযোগ, হাই কোর্টের ওই নির্দেশের পরেও কোনও কাজ হয়নি। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এই বিষয়ে অবহেলা করেছেন বলেও অভিযোগ তোলা হয়।

মঙ্গলবার বিচারপতি সিংহের এজলাসে উপস্থিত হন ওই মৃত শিক্ষকের স্ত্রী। পুরো বিষয়টি তিনি আদালতকে জানান। শুনে বিচারপতি সিংহের মন্তব্য, “এক জন শিক্ষক সারা জীবন সরকারি কাজে যুক্ত থাকার পরেও অবসরের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। মৃত্যুর পরে তাঁর স্ত্রীকেও সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তার পরেও আদালত চুপ করে থাকবে না।” হাই কোর্ট জানায়, মামলাকারীর কাজ না-হওয়া পর্যন্ত বেতন পাবেন না পশ্চিম মেদিনীপুরের ওই ডিআই। রাজ্যের শিক্ষা দফতরকে তেমনই নির্দেশ দিল আদালত।

Advertisement
আরও পড়ুন