ICSE- CISCE

দশম ও দ্বাদশের পাঠ্যক্রমে বদল আনছে সিআইএসসিই বোর্ড

আইসিএসই-তে পদার্থবিদ্যা রসায়ন, জীববিজ্ঞান, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান-সহ বেশ কিছু বিষয়ের পাঠ্যক্রমে পরিবর্তন হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৯:২২

—প্রতীকী চিত্র।

আইসিএসই এবং আইএসসির পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনল সিআইএসসিই বোর্ড। সম্প্রতি বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যারা ২০২৮ সালে আইসিএসই অর্থাৎ, দশম শ্রেণির এবং আইএসসি অর্থাৎ, দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা দেবে, তাদের পাঠ্যক্রমে কিছু পরিবর্তন এসেছে।

২০২৮ সালে যারা আইসিএসই দেবে, তারা আগামী এপ্রিলের শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে উঠবে। এবং ওই সময়ে যারা আইএসসি দেবে, তারা তখন একাদশ শ্রেণিতে উঠবে। সিআইএসসিই বোর্ডের এক কর্তা জানিয়েছেন, যে হেতু নতুন পাঠ্যক্রম ধরেই বই তৈরি হবে, কী কী পাঠ্যক্রম পাল্টাচ্ছে, তা তাই জানুয়ারি মাসেই বলে দেওয়া হচ্ছে। এর ফলে পড়ুয়াদের বই কিনতে অসুবিধা হবে না। সিআইএসসিই বোর্ডের অধীনেসমস্ত স্কুলের অধ্যক্ষদের বলা হয়েছে, তাঁরা যেন পড়ুয়াদের এই পাঠ্যক্রম পরিবর্তন হওয়ার বিষয়টি আগাম জানিয়ে দেন।

বোর্ড জানিয়েছে, আইসিএসই পরীক্ষার্থীরা এত দিন গ্রুপ থ্রি-তে যে যে বিষয় আছে, সেখান থেকে ‘মডার্নফরেন ল্যাঙ্গোয়েজ’-টি পছন্দ করতে পারত। এ বার গ্রুপ থ্রি থেকে তা আর নেওয়া যাবে না। কেবল মাত্র গ্রুপ ওয়ান এবং টু থেকে নেওয়া যাবে সেটি। তা ছাড়া, পরীক্ষার্থীরা শুধুমাত্র একটিই মডার্ন ফরেন ল্যাঙ্গোয়েজ নিতে পারবে।

সিআইএসসিই বোর্ডের অধ্যক্ষেরা জানাচ্ছেন, জাতীয় শিক্ষানীতি বার বার পড়ুয়াদের চাকরিমুখী করার চেয়ে নিজে থেকে কিছু করার বিষয়ে জোর দিচ্ছে বা শিল্পোদ্যোগী হতে বলছে। সেই কথা মাথায় রেখে একাদশ-দ্বাদশে ‘অন্ত্রপ্রনরশিপ’ নামে একটি বিষয়শুরু হতে চলেছে। স্কুলের অধ্যক্ষদের মতে, এটা খুবই ভাল উদ্যোগ। কোনও পড়ুয়া যদি স্কুলে পড়তে পড়তেই জানতে পারে নতুন ব্যবসা শুরু করতে গেলে কোথায় কোথায় ঋণ পাওয়া যায়, তার জন্য কী কী নথি লাগে, কী ধরনের ব্যবসার চাহিদা আছে, তা হলে দ্বাদশ শ্রেণি পাশ করতে করতেই সে নিজস্ব ব্যবসার জন্য উদ্যোগী হয়ে উঠতে পারে। এর ফলে সে শুধু নিজের নয়, আরও পাঁচ জনের কর্মসংস্থান তৈরি করতে পারবে। শিক্ষকদের কথায়, কৃত্রিম মেধা, মেশিন লার্নিং আগেই একাদশ-দ্বাদশের পাঠ্যক্রমে এসেছে। এ বার শিল্পোদ্যোগী হওয়ার জন্য পাঠ্যক্রমে জুড়তে চলা অন্ত্রপ্রনরশিপ বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ।

এ ছাড়াও, আরও বেশ কিছু পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে বোর্ড। আইসিএসই-তে পদার্থবিদ্যা রসায়ন, জীববিজ্ঞান, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান-সহ বেশ কিছু বিষয়ের পাঠ্যক্রমে পরিবর্তন হয়েছে। আবার আইএসসিতে অ্যাকাউন্টেন্সি, বিজ়নেস স্টাডিজ়, কম্পিউটার সায়েন্স, মাস মিডিয়া অ্যান্ড কম্পিউটার সায়েন্স-সহ কিছু বিষয়ের পাঠ্যক্রম পরিবর্তন হয়েছে।

আরও পড়ুন