Vande Bharat Sleeper Express Menu

‘বন্দে ভারত’ স্লিপারের মেনুতে থাকছে আমিষও! আনন্দবাজার ডট কম-এর খবর পড়ে সুকান্তের ফোন রেলমন্ত্রীকে, মিলল আশ্বাস

গত ২১ জানুয়ারি আনন্দবাজার ডট কম-এ বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনু সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল। সুকান্ত তার পরেই ফোন করেন রেলমন্ত্রীকে। তিনি আশ্বাস দিয়েছেন, আমিষ খাবারও থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১০:৩৫
(বাঁ দিকে) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (ডান দিকে)।

(বাঁ দিকে) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে শুধু নিরামিষ খাবার থাকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার অবসান করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ফোনে তিনি আমিষ চালু করার বিষয়ে আশ্বাস দিলেন। রেলমন্ত্রী জানিয়েছেন, অচিরেই বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে আমিষ খাবার আসবে। তাতে শুধুই নিরামিষ খাবার রাখার কোনও স্থায়ী পরিকল্পনা রেলের ছিল না বলেও দাবি করেছেন তিনি। আনন্দবাজার ডট কম-এর খবর পড়েই সুকান্ত এ বিষয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

Advertisement

বন্দে ভারতের খাবার নিয়ে রবিবার সুকান্তের সঙ্গে রেলমন্ত্রীর কথা হয়েছে। তার পর বালুরঘাটের সাংসদ জানিয়ে দেন, বন্দে ভারত স্লিপারের মেনুতে আমিষ খাবারও থাকবে। সোমবার সকালে আনন্দবাজার ডট কম-কে তিনি বলেন, ‘‘পরশু (শনিবার) রেলমন্ত্রীর আপ্তসহায়কের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। তার পর রেলমন্ত্রীর আমাকে গতকাল (রবিবার) ফোন করেন। আমি ওঁকে জানাই, বন্দে ভারত স্লিপারের মেনুতে শুধু নিরামিষ থাকায় তৃণমূল তার অন্য ব্যাখ্যা তৈরির চেষ্টা করছে। তার পরেই রেলমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন।’’

সুকান্ত জানিয়েছেন, বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার চালু না-করার কোনও পরিকল্পনা রেলের ছিল না। যেহেতু ট্রেনটি সদ্য চালু করা হয়েছে, তাই এখনই সমস্ত পরিষেবা দেওয়া যায়নি। আপাতত শুধু নিরামিষ দিয়েই মেনু ঠিক করা হয়েছে। তবে অচিরে আমিষ খাবার তাতে যোগ করা হবে।

কিছু দিন আগে মালদহ থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর রেলমন্ত্রী এই ট্রেনের মেনু প্রকাশ করেছিলেন। হাওড়া-কামাখ্যা ট্রেনটির টিকিট কাটতে গিয়ে দেখা গিয়েছিল, আমিষ খাবার বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন না যাত্রীরা। তালিকায় কেবল নিরামিষই রয়েছে। গত ২১ জানুয়ারি আনন্দবাজার ডট কম-এ এই খবর প্রকাশিত হলে বিতর্ক বাড়ে। সে দিনই আনন্দবাজার ডট কম-কে সুকান্ত বলেছিলেন, ‘‘বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বন্দে ভারতের মেনু নিয়ে সক্রিয় হয়েছিলেন। রেলমন্ত্রীকে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ এবং অসম— প্রাথমিক ভাবে যে দুই রাজ্যের মধ্যে বন্দে ভারত স্লিপার চালু করা হয়েছে, সেখানকার বাসিন্দারা আমিষ খাবার পছন্দ করেন। তাই মেনুতে শুধু নিরামিষ রাখা বাঞ্ছনীয় নয়। সুকান্তের উদ্যোগে বন্দে ভারত নিয়ে রেলমন্ত্রীর আশ্বাস মিলল। কবে তা বাস্তবায়িত হয়, সেটাই দেখার।

Advertisement
আরও পড়ুন