Congress

বিদ্যুতে স্মার্ট মিটার নিয়ে সরব কংগ্রেস

বিদ্যুতের স্মার্ট মিটারের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্র ও রাজ্য সরকারকে বিঁধল কংগ্রেস। স্মার্ট মিটার নিয়ে সর্বদল বৈঠক এবং বিধানসভায় আলোচনারও দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ০৭:২১
স্মার্ট মিটার নিয়ে সরব প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিধান ভবনে।

স্মার্ট মিটার নিয়ে সরব প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিধান ভবনে। —নিজস্ব চিত্র।

বিদ্যুতের স্মার্ট মিটারের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্র ও রাজ্য সরকারকে বিঁধল কংগ্রেস। স্মার্ট মিটার নিয়ে সর্বদল বৈঠক এবং বিধানসভায় আলোচনারও দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি সোমবার দলের রাজ্য দফতর বিধান ভবনে বলেছেন, “স্মার্ট মিটারের ক্ষেত্রে স্বাস্থ্য, গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খুবই উদ্বেগের। চুরি চলছে। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা রাজ্য করেছে। স্মার্ট মিটার নিতে বাধ্য করা হচ্ছে।” প্রযুক্তিগত ত্রুটি হলে কোথায় অভিযোগ হবে, বেসরকারি সংস্থাকে দিয়ে কেন স্মার্ট মিটার বসানো হচ্ছে, উপভোক্তাদের এককালীন টাকা দেওয়া-সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আন্দোলনে নেমেছে সিপিএম-সহ বামেদের বিভিন্ন শ্রমিক সংগঠনও। তাদেরও অভিযোগ, নানা জায়গায় জোর করে স্মার্ট মিটার বসানো হচ্ছে। রাজ্য জুড়ে বিদ্যুৎ দফতরের অফিসে তাঁরাও প্রতিবাদের ডাক দেবেন বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি। যদিও রাজ্য সরকারের তরফে জোর করে স্মার্ট মিটার বসানোর অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই বলা হয়েছিল, কিছু জায়গায় পরীক্ষামূলক ভাবে স্মার্ট মিটার বসানো হচ্ছে। কিন্তু বিদ্যুৎ পরিষেবা পেতে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক, এই কথা ঠিক নয়।

আরও পড়ুন