(বাঁ দিকে) মহম্মদ সেলিম এবং (ডান দিকে) মিনাক্ষী মুখোপাধ্যায়।
রাজ্যে নারী নির্যাতনের একের পর এক অভিযোগ যখন সামনে আসছে, তখন ‘নারী সংসদ’ গড়ে মহিলাদের ক্ষমতায়নে জোর দেওয়ার কথা বলল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে জানিয়েছেন, নারী ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত ও ওয়ার্ডে মহিলাদের একত্রিত করে নারী সংসদ গড়ে তোলা হবে। মহিলাদের আর্থ-সামাজিক কাজে, স্বাস্থ্য সচেতনতার কর্মসূচিতে যোগদান নিশ্চিত করা, পড়াশোনার ব্যবস্থা, গার্হস্থ্য হিংসা এবং যৌন-হেনস্থা প্রতিরোধে আইনি সহায়তা দেওয়ার মতো বিভিন্ন পদক্ষেপ করবে এই সংসদ। এর সঙ্গেই বর্তমান সরকারকে নিশানা করে সেলিম বলেছেন, “ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় বিকল্প পাঠশালাগুলিতে ছাত্রীর সংখ্যা বেড়েছে। বাম-আমলে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা, ঋণ দেওয়ার মতো কাজ হত। এখন সে সব বন্ধ হচ্ছে। মহিলাদের কর্মসংস্থানের কথা বললেও সরকার আদতে কিছুই করছে না।” এর পাশাপাশি মীনাক্ষীর বক্তব্য, “তৃণমূলের আমলে গুন্ডারাজ চলছে। এর ফলে মেয়েরাই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। লোকসভা ভোটের সময়েই মহিলাদের উন্নয়ন ঘিরে আমরা পরিকল্পনা নিয়েছিলাম। আমরা সেটাকেই আন্দোলনের চেহারা দিতে চাই।”