বুদ্ধদেব ভট্টাচার্য। —ফাইল চিত্র।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের প্রথম বর্ষপূর্তি হচ্ছে আগামী ৮ অগস্ট। সেই দিনই তাঁর স্মরণে সভার আয়োজন করছে সিপিএম। দলের রাজ্য দফতরেই আব্দুল হালিম কক্ষে ৮ তারিখ হবে ওই স্মরণ-সভা। বুদ্ধদেবেরই প্রিয় রবীন্দ্র-লাইন নিয়ে অনুষ্ঠানের শিরোনাম রাখা হয়েছে ‘ফুরায় যা, তা ফুরায় শুধু চোখে..’। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই স্মরণ-সভাকে অবশ্য ছোট বৃত্তেই সীমাবদ্ধ রাখতে চাইছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘ঘরোয়া ভাবে আমরা মিলিত হয়ে তাঁকে স্মরণ করব দলীয় দফতরে।’’