মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছে ইডি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আইপ্যাক নিয়ে ইডি সুপ্রিম কোর্টে যে মামলাটি করেছে, বৃহস্পতিবারই তার শুনানি হবে। জানা গিয়েছে শুনানির সময় এবং বেঞ্চও। কলকাতা হাই কোর্ট বুধবার এই মামলা শুনেছে। মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইপ্যাক-কাণ্ডে ইডির মামলার শুনানি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ। মামলাটি শুনবে শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ। ইডি যে আইপ্যাক নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, তা ভেবে আগেই এ নিয়ে রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল।
গত ৮ জানুয়ারি বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে কলকাতার দু’টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সল্টলেক সেক্টর ফাইভে রাজ্য সরকার এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিল তারা। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে যান এবং একাধিক নথিপত্র বার করে নিয়ে যান। এই ঘটনায় ইডি এবং তৃণমূল পৃথক ভাবে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল। ইডির বক্তব্য ছিল, সাংবিধানিক ক্ষমতায় অপব্যবহার করে মুখ্যমন্ত্রী নথি কেড়ে নিয়ে গিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করা মামলায় তৃণমূলের বক্তব্য ছিল, ভোটের আগে ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দলের সংবেদনশীল নথি, নির্বাচনী কৌশল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।
কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বুধবার এই জোড়া মামলার শুনানি। ইডি জানায়, তল্লাশিতে তারা কোনও নথি বাজেয়াপ্ত করেনি। এর পর তৃণমূলের মামলাটির নিষ্পত্তি করে দেয় আদালত। তবে হাই কোর্টে মুলতুবি রাখা হয়েছে ইডির মামলা। যেহেতু, আইপ্যাক নিয়ে ইডি শীর্ষ আদালতে মামলা করেছে, তাই হাই কোর্ট তাদের মামলাটি মুলতুবি রেখেছে। সুপ্রিম কোর্টে এই মামলার অগ্রগতি দেখে তার পর হাই কোর্ট মামলাটি ফের শুনবে। এর মধ্যেই বুধবার ইডির মামলার শুনানির দিনক্ষণ এবং বেঞ্চ জানিয়ে দিল শীর্ষ আদালত।
গত শুক্রবার হাই কোর্টে আইপ্যাক মামলার শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছিল। তার পরেই ইডি সুপ্রিম কোর্টে যায় দ্রুত শুনানির আর্জি দিয়ে। রাজ্য সরকার শনিবারই ক্যাভিয়েট দাখিল করে জানিয়েছিল, আইপ্যাকে তল্লাশি নিয়ে ইডি সুপ্রিম কোর্টে মামলা করলে এরতরফা ভাবে তা যেন শোনা না হয়। মামলার কথা জানাতে হবে রাজ্যকেও। রাজ্যের বক্তব্যও শুনতে হবে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হবে।