Chief Electoral Officer of West Bengal

পশ্চিমবঙ্গের পুলিশ নয়, মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী! সিইও দফতরের সুরক্ষায় নির্দেশ কমিশনের

গত নভেম্বরে ‘মাত্রাতিরিক্ত কাজের চাপের’ প্রতিবাদে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখিয়েছিলেন বিএলও-দের একাংশ। তার পরেই সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:৫৩
সিইও দফতরের অন্দরে বিক্ষোভ দমনে তৎপর পুলিশ।

সিইও দফতরের অন্দরে বিক্ষোভ দমনে তৎপর পুলিশ। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল প্রায় এক মাস আগে। এ বার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে কলকাতায় সিইও-র দফতরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে আনার নির্দেশ দেওয়া হল। কমিশনের তরফে এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিবকে চিঠি পাঠানো হয়েছে।

Advertisement

এত দিন সিইও-র দফতরের নিরাপত্তার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের কাঁধে। এ বার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব অনিল সুব্রহ্ম্যণমকে লেখা চিঠিতে কমিশনের সচিব সুরজিৎকুমার মিশ্র জানিয়েছেন, সিইও দফতরের দ্বিতীয় এবং তৃতীয় তলে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। আগামিদিনে সিইও দফতর অন্যত্র সরে যাচ্ছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ভবনে হচ্ছে নতুন অফিস। অফিস স্থানান্তরিত হওয়ার পরে সেখানেও কেন্দ্রীয় নিরাপত্তা দিতে বলেছে কমিশন।

প্রসঙ্গত, গত নভেম্বরে ‘মাত্রাতিরিক্ত কাজের চাপের’ প্রতিবাদে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখিয়েছিলেন বিএলও-দের একাংশ। ‘তৃণমূলপন্থী’ বলে পরিচিত ওই বিক্ষোভকারী বিএলও এবং তাঁদের সহযোগীরা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না-থাকায় দেখা করতে রাজি হননি সিইও। তার পর ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র সিইও-র দফতরের সামনে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছিল। যার জেরে কমিশনের তরফে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে চিঠি পাঠিয়ে সিইও দফতরের আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তারক্ষায় যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন