—প্রতিনিধিত্বমূলক ছবি।
কনস্টেবল থেকে শুরু করে আইজি এবং কমিশনার স্তর পর্যন্ত। বাদ নেই র্যাফ, ইএফআর, গোর্খা কিংবা নারায়ণী ব্যাটালিয়নও। বর্ষশেষের উৎসবের মরসুমে বিভিন্ন স্তরের পুলিশ এবং আইনরক্ষক বাহিনীগুলির কর্মী-আধিকারিকদের ছুটি বাতিল করল নবান্ন।
বৃহস্পতিবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ‘নিয়মিত ছুটি’ নিতে পারবেন না পুলিশকর্মী এবং পুলিশ আধিকারিকেরা। জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ের মধ্যে ছুটির আর্জিও মঞ্জুর করা হবে না বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
কেন এমন সিদ্ধান্ত? নবান্নের নির্দেশিকা জানাচ্ছে, বর্ষশেষ এবং নতুন বছরের বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। আইজি, ডিআইজি, জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিকদের পাশাপাশি কমিশনার, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার এমনকি, বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার-কর্মী এবং ব্যাটালিয়নের আধিকারিক ও কনস্টেবলেরাও এই তালিকায় রয়েছেন। যাঁরা বর্তমানে ছুটিতে রয়েছেন, তাঁদের ২৪ ডিসেম্বরের মধ্যে ডিউটিতে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।