Bangladesh Navy Attacks Indian Fishing Trawler

ভারতীয় জলসীমায় ঢুকে হামলা বাংলাদেশি নৌসেনার! রাতের অন্ধকারে কাকদ্বীপের মৎস্যজীবী ট্রলার ডুবিয়ে দিল, নিখোঁজ পাঁচ

রাতের অন্ধকারে আলো নিভিয়ে বাংলাদেশের নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল বলে উদ্ধার পাওয়া মৎস্যজীবীদের একাংশের অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮
Fishing boat from South 24 Parganas collides with Bangladesh Navy ship in Bay of Bengal coast, 11 rescued, 5 missing

বঙ্গোপসাগরে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার। —প্রতিনিধিত্বমূলক ছবি।

বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালাল বাংলাদেশ নৌসেনার জাহাজ। রবিবার গভীর রাতে বাংলাদেশ নৌসেনার জাহাজের ধাক্কায় ‘এফবি পারমিতা দশ’ নামে ওই ট্রলারটি ড়ুবে যায়। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন পাঁচ জন ভারতীয় মৎস্যজীবী।

Advertisement

সূত্রের খবর, এফবি পারমিতায় ১৬ জন মৎস্যজীবী ছিলেন। দুর্ঘটনার পরে কাছাকাছি থাকা কাকদ্বীপের অন্য ট্রলার ১১ জনকে উদ্ধার করে। ট্রলারটি ১৩ ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল। আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরার সময় বাংলাদেশি নৌসেনার হামলার শিকার হয় তারা। অন্ধকারে ভারতীয় জলসীমায় ঢুকে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারটিকে ধাক্কা মারে বাংলাদেশ নৌসেনার জাহাজ।

রাতের অন্ধকারে আলো নিবিয়ে বাংলাদেশের নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল বলে উদ্ধার পাওয়া মৎস্যজীবীদের একাংশের অভিযোগ। তাদের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। যদিও বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশের দাবি, আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল ট্রলারটি। কিন্তু সে ক্ষেত্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার এবং গ্রেফতার না করেই কেন তড়িঘড়ি বাংলাদেশ নৌসেনার জাহাজটি এলাকা ছেড়ে চলে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ।

Advertisement
আরও পড়ুন