West Bengal Transport Department

যানবাহনের কর দিতে পারমিট বাধ্যতামূলক, রাজ্যে নতুন নিয়ম চালু করল পরিবহণ দফতর

নতুন পারমিট নেওয়ার ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম চালু করেছে পরিবহণ দফতর। যাত্রীবাহী বাহনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৯:০৫

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার থেকে যানবাহনের কর দেওয়ার ক্ষেত্রে পারমিট থাকা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানাল রাজ্য পরিবহণ দফতর। তারা জানিয়েছে, কর দেওয়ার সময় যানবাহনের মালিককে পারমিটের প্রতিলিপি দেখাতে হবে, যদি তা ‘ডিজিটাইজ়’ না হয়। নতুন পারমিট নেওয়ার ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম চালু করেছে পরিবহণ দফতর। যাত্রীবাহী বাহনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

Advertisement

গাড়ির পারমিট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম অনলাইনে মেটানোর সিদ্ধান্ত নেয় রাজ্য পরিবহণ দফতর। এর আগে নির্দেশিকা দিয়ে তারা জানায়, বাহন পোর্টালের মাধ্যমে এই কাজ করতে হবে। ৪ জুলাই আর একটি নির্দেশিকা দিয়ে তারা জানিয়েছে, কর দেওয়ার সময়ে পারমিট থাকতে হবে বাহনের মালিকের। ডিজিটাল মাধ্যমে পারমিট নথিভুক্ত না-থাকলে তার প্রতিলিপিও জমা করতে হবে। এ রাজ্যের যানবাহন-মালিকদের দ্রুত পারমিটের স্ক্যান করা প্রতিলিপি ‘বাহন’ পোর্টালে আপলোড করতেও বলা হয়েছে।

নতুন পারমিট পেতে হলে বাধ্যতামূলক ভাবে অনলাইনেই আবেদন করতে হবে যানবাহনের মালিককে। যে দিন আবেদনের টাকা মেটানো হবে, সেই দিনটিকেই আবেদনের তারিখ বলে ধরে নেওয়া হবে। যাঁরা আগে আবেদন করবেন, তাঁরা আগে পারমিট পাবেন। নতুন বাস বা অটোর ক্ষেত্রে যাঁরা নির্দিষ্ট রুটের পারমিটের জন্য আবেদন করবেন, তাঁদের প্রয়োজনীয় শূন্যস্থান খতিয়ে দেখে একটি ‘অফার লেটার’ দেওয়া হবে। ওই চিঠির সর্বোচ্চ মেয়াদ ছ’মাস। এর জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হবে। ওই সময়ের মধ্যে গাড়ির নথিভুক্তির কাজ না হলে অফার লেটার বাতিল করে পরের দিকে যাঁরা থাকবেন, তাঁদের সুযোগ দেওয়া হবে। পারমিটের মেয়াদ ফুরিয়ে যাওয়ার ছ’মাসের মধ্যে সেটির নবীকরণ না করালে পারমিট বাতিল করে দেবে পরিবহণ দফতর। পাশাপাশি, এখন থেকে পারমিটওয়ালা গাড়ি কেউ বিক্রি করতে চাইলে সংশ্লিষ্ট মালিককে হলফনামা দিতে হবে। ওই গাড়ি কিনতে হলেও রাজ্যের পারমিট থাকতে হবে। এক বার পারমিট পাওয়ার পরে এক বছরের মধ্যে রুটের দৈর্ঘ্য বৃদ্ধি বা রুট বদলের জন্য আবেদন করা যাবে না বলে জানিয়েছে পরিবহণ দফতর।

Advertisement
আরও পড়ুন