West Bengal Weather Update

আবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে! চার জেলায় জারি করা হল সতর্কতা, কত দিন চলবে? কী হবে কলকাতায়

উত্তর-পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল তা পশ্চিম দিকে সরেছে এবং আপাতত উত্তর-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে। এর ফলে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ০৯:৪১
দক্ষিণবঙ্গের চার জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের চার জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা। —ফাইল চিত্র।

ভরা শ্রাবণ মাস। বৃষ্টিতেও বিরাম নেই। প্রায় প্রতি দিনই বিক্ষিপ্ত ভাবে ভিজছে কলকাতা এবং শহরতলি। কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। কখনও আবার ঝিরঝিরে বৃষ্টি চলছে একনাগাড়ে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণেই বৃষ্টির অনুকূল এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত যত দিন গাঙ্গেয় বঙ্গের উপরে ছিল, তত দিন প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণের জেলায় জেলায়। এখন ঘূর্ণাবর্ত কিছুটা উত্তরে সরেছে। ফলে দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা পশ্চিম দিকে সরেছে এবং আপাতত উত্তর-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা সাড়ে চার কিলোমিটার। এ ছাড়া, মৌসুমি অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, লখনউ হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ক্যানিং ছুঁয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে সমুদ্রের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণও। আগামী দু’দিন উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দু’-একটা জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়়ায়। এ ছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সোমবারের পাশাপাশি মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। আপাতত দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।

দক্ষিণে বৃষ্টির দাপট তেমন না থাকলেও দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এ ছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় ভারী বর্ষণ চলবে। এখনই দুর্যোগ থামার কোনও সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার পরিস্থিতির দিকে নজর রেখেছেন আবহবিদেরা।

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ০.৪ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম।

Advertisement
আরও পড়ুন