Road Accident

লরির চাকায় পিষ্ট হয়ে দুই নাবালকের মৃত্যু, গুরুতর জখম এক হাওড়ায়

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে আন্দুল রোডে একটি বাইকে করে তিন জন যাচ্ছিল। কদমতলার কাছে একটি লরি তাদের আচমকা পিছন থেকে এসে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ০২:৩৭

—প্রতীকী চিত্র।

ফের দুর্ঘটনা হাওড়ায়। লরির চাকায় পিষে মৃত্যু হল দুই নাবালকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি এক জন। দুর্ঘটনাটি বুধবার রাত ১০টা নাগাদ আন্দুল রোডে ঘটে। তিন জনই নাবালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ইতিমধ্যেই লরিটি আটক করেছে তারা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে আন্দুল রোডে একটি বাইকে করে তিন জন যাচ্ছিল। কদমতলার কাছে একটি লরি তাদের আচমকা পিছন থেকে এসে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এক জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনার কারণে রাস্তায় যানজট তৈরি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রাজ লস্কর ও ইরফান মোল্লা এবং আহত শীল্টু মোল্লা তিন জনেই নাবালক। তারা সাঁকরাইলের মানিকপুর গোড়া বাঁধ এলাকার বাসিন্দা। বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক লরিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি আরও খতিয়ে দেখছে তারা।

প্রসঙ্গত, গত শনিবার ধর্মতলা থেকে দানেশ শেখ লেন যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবোঝাই একটি মিনি বাস ধাক্কা মারে রাস্তার ধারে একটি ল্যাম্পপোস্টে। দুর্ঘটনার ফলে বাসের মধ্যেই ছিটকে পড়েন যাত্রীরা। হাওড়ার ফোরশোর রোডে দুর্ঘটনাটি ঘটে। আহত হন কমপক্ষে ১২ জন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। দুর্ঘটনার পর পুলিশ বাসটিকে আটক করলেও, বাসের চালক ছিলেন পলাতক।

Advertisement
আরও পড়ুন