Bus Accident in Nibedita Setu

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা রেলিংয়ে! নিবেদিতা সেতুর টোল প্লাজ়ার কাছে বাস দুর্ঘটনায় আহত ১০

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, বাসটি একটি লেন দিয়ে যেতে যেতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা অন্য লেনে চলে যায়। ধাক্কা মারে রাস্তার পাশের রেলিংয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৮:১০
A bus accident occurs near Nibedita Setu’s toll plaza, several injured

নিবেদিতা সেতুর টোল প্লাজ়ায় বাস দুর্ঘটনা। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস সোজা ধাক্কা মারে রাস্তার পাশের রেলিংয়ে। তবে চালকের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পান যাত্রীরা। দুর্ঘটনার ফলে বাসের মধ্যেই ছিটকে পড়েন যাত্রীরা। আহত কমপক্ষে ১০ জন। ঘটনাটি ঘটেছে নিবেদিতা সেতুর টোল প্লাজ়ার কাছে।

Advertisement

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, বাসটি একটি লেন দিয়ে যেতে যেতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা অন্য লেনে চলে যায়। ধাক্কা মারে রাস্তার পাশের রেলিংয়ে। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে বাসটি রাস্তা থেকে নীচে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে চালক কোনওক্রমে বাসটি থামিয়ে দেন। ফলে রক্ষা পান যাত্রীরা।

জানা গিয়েছে, দুর্গাপুর থেকে যাত্রীবোঝাই বাসটি কলকাতার দিকে আসছিল। নিবেদিতা সেতুর টোল প্লাজ়ার কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার পাশের গার্ডরেলে ধাক্কা দেওয়ায় বাসের মধ্যেই আসন থেকে ছিটকে পড়েন কয়েক জন যাত্রী। টোল প্লাজ়ার কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের অন্য গাড়িতে চাপিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বালি থানার পুলিশ। দুর্ঘটনার ফলে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

Advertisement
আরও পড়ুন