Lynching at Howrah

জোরে বক্স বাজানোর প্রতিবাদ করায় চুঁচুড়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সরস্বতী পুজো কমিটির বিরুদ্ধে

পাড়ায় সরস্বতী পুজোয় জোরে বক্স বাজানো নিয়ে সন্দীপের সঙ্গে পুজো কমিটির ঝামেলা বাধে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০২:২৯
আক্রান্ত ব্যবসায়ী।

আক্রান্ত ব্যবসায়ী। ফাইল চিত্র।

সরস্বতী পুজো উপলক্ষে পাড়ায় জোরে বক্স বাজানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল চুঁচুড়া তামলিপাড়া এলাকায়। আহত সন্দীপ সামন্ত নামে এক ব্যবসায়ী।

Advertisement

সূত্রের খবর, পাড়ায় সরস্বতী পুজোয় জোরে বক্স বাজানো নিয়ে সন্দীপের সঙ্গে পুজো কমিটির ঝামেলা বাধে। আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ পুজো কমিটির সদস্যদের শব্দ কমানোর আর্জি জানান। এই বিষয়ে নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরবর্তী কালে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেলে বাঁশ দিয়ে সন্দীপকে আঘাত করে এক ব্যক্তি। মুখে কপালে চোট লাগায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসা জন্য যান তিনি। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চুঁচুড়া থানায় অভিযোগ জানান ব্যাবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন