—প্রতীকী চিত্র।
হাওড়ার উদয়নারায়ণপুরের কানপুর এলাকায় বিজেপি ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির আয়োজন করেছিল। শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কানপুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সুশোভন শেঠকে বেধড়ক মারধর করে বিজেপিআশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন উপপ্রধান। সুশোভনের বাইকটিও ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা বলে অভিযোগ।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সুশোভন পঞ্চায়েতের কাজ শেষ করে তাঁর বাইকে চেপে নিজের দোকানে যাচ্ছিলেন। সেই সময় কানপুরের মানিকুড়ার বিশ্বাসপাড়ায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ নামে একটি কর্মসূচি চলছিল। সেখান দিয়ে যাওয়ার সময় বিজেপির সমর্থকেরা হঠাৎই সুশোভনের বাইক আটকান। এর পর আচমকাই তাঁর উপর হামলা চালানো হয়। প্রতিবাদ করতে গেলে তাঁকে মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর বাইকটিও ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় সুশোভনকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন। খবর পেয়ে এলাকায় পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী।
এই ঘটনার পর উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন জানান, ইচ্ছাকৃত ভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি উত্তেজনা ছড়াচ্ছে। হাওড়া গ্রামীণের সভাপতি দেবাশীষ সামন্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “পরিবর্তন যাত্রা বন্ধ রাখা হয়েছিল। তা সত্ত্বেও তৃণমুল কর্মীরা চেয়ার মাইক ভাঙচুর করে। তাঁদের কর্মীদের মারধর করে। অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।