drowning

গঙ্গায় স্নানে নেমেছিল তিন কিশোর, এক বন্ধু উঠতে পারলেও তলিয়ে গেল বাকি দুই

নিখোঁজ দু’জনের নাম সুমিত ও সন্তোষ যাদব। তাদের বয়স ১৬ বছর। বাঁশবেড়িয়ার শিবপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ তিন কিশোর গঙ্গার ঘাটে স্নান করতে নামে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ২১:২১
image of drowning

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ তিন কিশোর গঙ্গার ঘাটে স্নান করতে নামে। এক জন উঠে পড়তে পারলেও বাকি দুই বন্ধু তলিয়ে যায়। ছবি: প্রতীকী

শেওড়াফুলির পর বাঁশবেড়িয়া। বালিঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর। তাদের সন্ধানে শুরু হয়েছে খোঁজ। জানা গিয়েছে, নিখোঁজ দু’জনের নাম সুমিত ও সন্তোষ যাদব। তাদের বয়স ১৬ বছর। বাঁশবেড়িয়ার শিবপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ তিন কিশোর গঙ্গার ঘাটে স্নান করতে নামে। এক জন উঠে পড়তে পারলেও বাকি দুই বন্ধু তলিয়ে যায়।

Advertisement

স্থানীয়রা বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পুলিশ এসে খবর দেয় জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গঙ্গায় স্পিড বোট নামিয়ে খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে শেওড়াফুলির নিস্তারিণী ঘাটে মা-বাবার সঙ্গে স্নান করতে নেমে ডুবে যায় জাঙ্গিপাড়ার এক কিশোর।

Advertisement
আরও পড়ুন