Mamata Banerjee

‘প্রতি দিন ফেসবুক, টুইটার দেখি, তবে চ্যানেল নয়, দেখলেই মাথা খারাপ হয়’, উত্তরবঙ্গের বৈঠকে নিজেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা

উত্তরকন্যার বৈঠকে জেলার জনপ্রতিনিধিদের কথা শুনছিলেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কথা আনেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘কিষাণ কল্যাণী আসেনি না? বেড়াতে গেছে বোধ হয়! ছবি দেখলাম ফেসবুকে। একদম ফিল্মস্টারের মতো।’’

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ২১:০২
I see everything on social media every day, said CM Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

তিনি প্রতি দিন ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স হ্যান্ডল) দেখেন। সব কিছু তাঁর নজরে রয়েছে। বুধবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে নিজেই এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ-ও জানালেন, কোনও চ্যানেল তিনি দেখেন না। দেখলে মাথা খারাপ হয়।

Advertisement

উত্তরকন্যার বৈঠকে জেলার জনপ্রতিনিধিদের কথা শুনছিলেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কথা আনেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘কিষাণ কল্যাণী আসেনি না? বেড়াতে গেছে বোধ হয়! ছবি দেখলাম ফেসবুকে। একদম ফিল্মস্টারের মতো।’’ কৃষ্ণ কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার সিডনি শহরে দাঁড়িয়ে একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। মুখ্যমন্ত্রী সম্ভবত সেই ছবিটির কথাই বলতে চেয়েছেন।

মমতা হাসতে হাসতে বলেন, ‘‘এরা ভাবে আমি কিছু দেখি না। আমি প্রতি দিন ফেসবুক, টুইটার দেখি।’’ পাশ থেকে কেউ প্রশ্ন ছোড়েন, চ্যানেল দেখেন না? মুখ্যমন্ত্রী জবাব দিতে গিয়ে বলেন, ‘‘চ্যানেল দেখি না। নো চান্স। ও সব দেখলেই মাথা খারাপ হয়।’’ মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে সক্রিয়। রাজনৈতিক নেতানেত্রীদের ক্ষেত্রে সমাজমাধ্যম চালানোর জন্য টিম কাজ করে। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও হয়তো তেমন টিম রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি যে নিজে প্রতি দিন সমাজমাধ্যম ঘাঁটেন, তা স্পষ্ট করে দিয়েছেন।

সেই সূত্রেই পুলিশ এবং প্রশাসনকে সতর্ক করে দিয়ে বুধবার মমতা নির্দেশ দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহার করে যাতে কেউ কোনও এলাকায় অশান্তি না-করতে পারে, তা সুনিশ্চিত করতে হবে।

Advertisement
আরও পড়ুন