Justice Amrita Sinha

বিধানসভার অন্দরেও নিরাপত্তার শঙ্কা! কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুভেন্দুর মামলায় প্রশ্ন বিচারপতি সিংহের

অভিযোগ, বিধানসভা ভবনে শাসকদলের বিধায়কদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন স্পিকার। কিন্তু বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কেরা অনুমতি পাননি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ২৩:০৪
(বাঁ দিকে) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিচারপতি অমৃতা সিংহ (ডান দিকে)।

(বাঁ দিকে) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিচারপতি অমৃতা সিংহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিধানসভার মধ্যেও নিরাপত্তাজনিত কোনও সংশয় রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিংহ।

Advertisement

বুধবার এই মামলার শুনানিপর্বে বিচারপতি সিংহের মন্তব্য— ‘‘কেন কেন্দ্রীয় বাহিনী ভিতরে নিয়ে যাওয়ার আবেদন করা হচ্ছে? বিধানসভার ভিতরেও কি কোনও কিছুর হুমকি রয়েছে?’’ উত্তরে শুভেন্দুর আইনজীবী অভিযোগ করেন, অনেক সময় বিধানসভা ভবনে বাইরের লোক ঢুকে পড়ছেন! তাঁরা হুমকি দিচ্ছেন।

এর পরেই পাল্টা বিচারপতি সিংহের প্রশ্ন— ‘‘কী ভাবে বাইরের কেউ বিধানসভার ভিতরে ঢুকে হুমকি দিতে পারেন?’’ তৃণমূল বিধায়কদের দিকে ইঙ্গিত করে বিরোধী দলনেতার আইনজীবী বুধবার বলেন, ‘‘বিধায়ক বিধায়ককে আক্রমণ করছেন। তাঁদের সঙ্গে পুলিশ রয়েছে। কিন্তু বিজেপি বিধায়কদের সঙ্গে পুলিশ নেই।’’

শুভেন্দুর আইনজীবী জয়দীপ কর এবং বিল্বদল ভট্টাচার্যের অভিযোগ, বিধানসভার ভিতরে শাসকদলের বিধায়কদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন স্পিকার। কিন্তু বিরোধী দলনেতা বা বিজেপি বিধায়কদের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেওয়া হয় না।

তাঁদের প্রশ্ন, ‘‘স্পিকার কি দু’রকম অবস্থান নিতে পারেন?’’ বিচারপতি সিংহ এর পরে প্রশ্ন তোলেন, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? শুভেন্দুর আইনজীবীরা জানান, অতীতে কয়েকটি ঘটনার প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। আদালত জানায়, স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিচারবিভাগ হস্তক্ষেপ করতে পারে কি না, সেই বিষয়ে শুনানি হবে। আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি।

বিরোধী দলনেতা শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাকর্মীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। অন্য দিকে, বিজেপির অভিযোগ, তৃণমূল বিধায়কেরা পুলিশি নিরাপত্তা নিয়েই বিধানসভায় প্রবেশ করেন। স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু।

Advertisement
আরও পড়ুন