Document Fraud

জমি হাতানোর চেষ্টা, ধৃত ২

তদন্তে পুলিশ জানতে পারে, ভুয়ো নথি তৈরির পিছনে মূল মাথা সুশীল এবং শ্যামল। এর পরেই সোমবার আনন্দপুর এবং সার্ভে পার্ক থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ০৯:৫১
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

ভুয়ো নথি তৈরি করে জমির মালিকানা দাবি করার অভিযোগে দু’জনকে সোমবার গ্রেফতার করেছেন লালবাজারের প্রতারণা দমন শাখার গোয়েন্দারা। ধৃতদের নাম সুশীল হালদার এবং শ্যামলকুমার দাস। তাদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক ২১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ সূত্রের খবর, তপসিয়ার ক্রিস্টোফার রোডের বাসিন্দা এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর প্রায় আড়াই একরেরও বেশি একটি জমি অভিযুক্তেরা ভুয়ো নথি দিয়ে কব্জা করতে চাইছে। এমনকি, ওই ভুয়োনথি তৈরির জন্য তারা বিভিন্ন সিল ব্যবহার করেছে। অভিযোগকারীর দাবি, জমির বাজারমূল্য প্রায়কোটি টাকা।

তদন্তে পুলিশ জানতে পারে, ভুয়ো নথি তৈরির পিছনে মূল মাথা সুশীল এবং শ্যামল। এর পরেই সোমবার আনন্দপুর এবং সার্ভে পার্ক থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অভিযোগপত্রে ছিল বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন