Rooftop Restaurant

রুফটপ রেস্তরাঁ ইস্যুতে কলকাতা পুরসভায় শুনানি, সব রকম সহযোগিতায় আগ্রহী রেস্তরাঁ মালিকেরা

পুরসভার এক আধিকারিক বলেন, কলকাতা হাই কোর্ট এই বিষয়ে সিদ্ধান্তের ভার পুরসভার উপরেই ছেড়ে দিয়েছে। তাই এই শুনানিতে রেস্তরাঁ মালিকদের বক্তব্য শোনা হয়েছে। তাঁদের সব কিছু লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৩:২৭
A hearing was held in the KMC on the issue of rooftop restaurants in Kolkata

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রুফটপ রেস্তরাঁ সংক্রান্ত আইনি জটিলতা নিয়ে কলকাতা পুরসভায় শুনানি হল। ৭, ৮ ও ১০ নম্বর বরো এলাকার তিনটি রুফটপ রেস্তরাঁ এবং পানশালার মালিকদের ডাকা হয়েছিল এই শুনানিতে। উপস্থিত রেস্তরাঁ কর্তৃপক্ষ জানান, তাঁদের ব্যবসার সঙ্গে বহু মানুষের রুজিরুটি জড়িত। তাই বিষয়টির দ্রুত নিষ্পত্তির আর্জি জানান তাঁরা। রেস্তরাঁ মালিকদের বক্তব্য, ছাদে রেস্তরাঁ চালানো নিয়ে যে আইনি বাধা রয়েছে, সে সম্পর্কে তাঁদের কোনও ধারণা ছিল না। শুধু রেজিস্ট্রেশন থাকলেই ব্যবসা চালানো যায়, এই ভেবেই তাঁরা এগিয়েছিলেন। কিন্তু পরে জানা যায়, পুরসভার বিল্ডিং বিভাগের অনুমোদনও আবশ্যক। বিষয়টি জানার পরই তাঁরা পুরসভার সঙ্গে সহযোগিতার ইচ্ছাপ্রকাশ করেন এবং প্রয়োজনে সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। এমনকি কোনও অংশ ভেঙে নতুন করে তৈরি করতেও তাঁরা রাজি আছেন বলেও জানান।

Advertisement

পুরসভার এক আধিকারিক বলেন, কলকাতা হাইকোর্ট এই বিষয়ে সিদ্ধান্তের ভার পুরসভার উপরই ছেড়ে দিয়েছে। তাই এই শুনানিতে রেস্তরাঁ মালিকদের বক্তব্য শোনা হয়েছে। তাঁদের সব কিছু লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। ট্রেড লাইসেন্স, আবগারি দফতরের অনুমতি, দমকলের ছাড়পত্র-সহ যাবতীয় নথি জমা দিতে হবে ১১ জুনের মধ্যে। এই সব নথি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর একটি বিশেষ কমিটি তা খতিয়ে দেখে পুর কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। তার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

রেস্তরাঁ মালিকেরা জানান, তাঁরা আইনের বাইরে কিছু করতে চান না। পুরসভার নিয়ম মেনেই সমস্ত কিছু চালাতে তাঁরা প্রস্তুত। শহরের জনপ্রিয় এই রুফটপ রেস্তরাঁগুলির উপর বহু মানুষের জীবিকা নির্ভর করছে। তাই যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান চান তাঁরা।

Advertisement
আরও পড়ুন