Death in Park Circus

পার্ক সার্কাসে বাড়ির চাঙড় খসে মৃত্যু প্রৌঢ়ার! আহত শিশু-সহ আরও বেশ কয়েকজন, এলাকায় মোতায়েন পুলিশ

সোমবার ভোরে পার্ক সার্কাস এলাকায় খসে পড়ে বাড়ির চাঙড়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় এক প্রৌঢ়ার। আহত হয়েছেন আরও তিন জন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৪
পার্ক সার্কাসে বাড়ির চাঙড় খসে মৃত্যু প্রৌঢ়ার।

পার্ক সার্কাসে বাড়ির চাঙড় খসে মৃত্যু প্রৌঢ়ার। — প্রতীকী চিত্র।

পার্ক সার্কাসে বাড়ির চাঙড় খসে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতের নাম রাবিয়া খাতুন। সোমবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসের লোহাপুল এলাকায়। চাঙড় খসে আহত হয়েছে শিশু-সহ আরও বেশ কয়েক জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকা ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ।

Advertisement

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোর তিনটে নাগাদ। লোহাপুল এলাকায় তিনতলা ওই বাড়িটির একতলায় ভাড়া থাকত একটি পরিবার। ওই একতলারই সিলিংয়ের একটি অংশ খসে পড়েছে বলে জানা যাচ্ছে। ঘরের মধ্যে পরিবারের সদস্যেরা সকলেই তখন ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তাঁদের উপরে খসে পড়ে চাঙড়। সূত্রের খবর, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় রাবিয়ার।

দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই ওই পরিবারকে উদ্ধারের কাজ শুরু করেন। প্রৌঢ়া-সহ চার জনকে বাড়ির ভিতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছোনোর পরে চিকিৎসক রাবিয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। তাদের মধ্যে এক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। অপর এক শিশু-সহ দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

লোহাপুলের ওই বাড়ির রক্ষণাবেক্ষণের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। স্থানীয় সূত্রের দাবি, ওই বাড়িটিতে দীর্ঘ দিন কোনও রক্ষণাবেক্ষণের কাজ হয়নি। বাড়ির মালিককে মেরামতের জন্য অনুরোধ করা হলেও কোনও সুরাহা হয়নি। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এখনও পর্যন্ত স্থানীয় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। আপাতত ওই বাড়ির সংলগ্ন গলির মুখটি ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ।

স্থানীয় এক বাসিন্দার কথায়, “এটি বহু পুরনো বাড়ি। ছাদের একটি চাঙড় ভেঙে দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু বাড়ির মালিক কোথায়? কেউ কোনও সম্পত্তির মালিক হলে, তাঁর একটি দায়িত্ব থাকে। কারও জীবন নিয়ে খেলা ঠিক নয়। ভাড়াটিয়ারা বার বার বলেছেন মেরামত করার জন্য।”

Advertisement
আরও পড়ুন