আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চিকিৎসক না-থাকায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল আরজি কর হাসপাতালে। ঘটনাটি মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটেছে। মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্ত্বরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
মৃতের নাম জাইবুন নিশা (৬৫)। তিনি বেলগাছিয়ার বাসিন্দা। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন জাইবুন। পরিবার সূত্রে খবর, রাত ৮টা নাগাদ শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবাবের অভিযোগ, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলেও সময়মতো চিকিৎসক না-দেখায়, মৃত্যু হয়েছে বৃদ্ধার। তাঁর মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়ে পরিবার। হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যেরা। দাবি, সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এই অবস্থা হত না। অযথা সময় নষ্টের কারণে এই মৃত্যু হয়েছে।