ধৃত হাসান মোল্লা। — নিজস্ব চিত্র।
শেয়ার বাজারে বিনিয়োগের নাম করে ৩ কোটি সাড়ে ৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে একটি সাইবার প্রতারণার মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা থেকে হাসান মোল্লা নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হাসান প্রথমে হোয়াট্সঅ্যাপ গ্রুপে এক ব্যক্তিকে যোগ করেন। সেখানে আরও সদস্য ছিলেন। ওই গ্রুপে শেয়ার বাজারে বিনিয়োগ করে অল্প সময়ে মোটা টাকা আয়ের প্রলোভন দেখানো হয় বলে অভিযোগ। কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা লাভ হতে পারে, তা নিয়েই মূলত ওই গ্রুপে পরামর্শ দেওয়া হত। এর পর ওই ব্যক্তি অভিযুক্ত হাসানের কথা শুনে প্রায় ৩ কোটি সাড়ে ৩ লক্ষ টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। কিন্তু পরে সেই টাকা তুলতে না পেরে প্রতারণার শিকার হন বলে বুঝতে পারেন। এর পর তিনি পুলিশের দ্বারস্থ হন।
অভিযোগ, জালিয়াতিকে বিশ্বাসযোগ্য করে তুলতে সেবি এবং আমেরিকার সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নাম ও লোগো জাল করেন ওই ব্যক্তি। ব্যবহার করা হয় নকল নথিপত্রও।
পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ৩ কোটি সাড়ে ৩ লক্ষ টাকার মধ্যে ২২ লক্ষ ৫০ হাজার টাকা এমএস মাসুদ কনস্ট্রাকশন নামের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।
দক্ষিণ ২৪ পরগনা থেকে অভিযুক্ত হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। হাসান প্রতারণার টাকা গ্রহণ এবং তা সরিয়ে ফেলার কাজে সহায়তা করতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর পিছনে আর কোনও চক্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।