—প্রতিনিধিত্বমূলক ছবি।
রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্র মোহনের নাম করে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে রাজস্থানের ভরতপুর থেকে গ্রেফতার করেছে কলকাতার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম বিজয় সাহু। বছরের তিরিশের ওই যুবক কচুরির দোকানে কাজ করতেন। ট্রানজ়িট রিমান্ডে এনে ধৃতকে বৃহস্পতিবার কলকাতার মুখ্য বিচারবিভাগীয় বিচারকের আদালতে হাজির করা হলে ১৪ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত হয়।
পুলিশ সূত্রের খবর, সমাজমাধ্যমে ভুয়ো প্রোফাইল তৈরি করে টাকা হাতিয়ে নেওয়া ভরতপুর গ্যাংয়ের বৈশিষ্ট্য। ধৃত বিজয় সেই ভরতপুর গ্যাংয়ের সদস্য বলে মনে করা হচ্ছে। আদালত সূত্রের খবর, গত বছর পরিবহণ সচিবের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁর বন্ধু-আত্মীয়দের ট্যাগ করে তাঁদের কাছ থেকে অর্থ সাহায্য চাওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ করেন পরিবহণ সচিব। তদন্তকারীরা ফেসবুকের কাছে ওই ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান। ফেসবুকের দেওয়া মোবাইল নম্বরের সূত্রে পুলিশ জানতে পারে, সেটি রাজস্থানে বিজয় নামে এক ব্যক্তি ব্যবহার করছেন। বিজয়কে গত সেপ্টেম্বর এবং নভেম্বরে দু’বার নোটিস পাঠিয়ে তলব করে পুলিশ। কিন্তু বিজয় আসেননি বলে অভিযোগ। এর পরে আদালত বিজয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত রবিবার গ্রেফতার করা হয় তাঁকে। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইলের সিমটি।
এ দিন সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী আদালতে জানান, প্রতারণায় আরও অনেকে জড়িত। তাই ধৃতের পুলিশি হেফাজত দেওয়া হোক।