Golf Green Burglary Case

গল্ফগ্রিনের চুরির ঘটনায় শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গ্রেফতার এক

৯ জানুয়ারি শুক্রবার গল্ফগ্রিনের বাসিন্দা সঞ্জীব দত্তের বাড়ি থেকে সোনার গয়না-সহ নগদ টাকা চুরির ঘটনা ঘটে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৩:২৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দক্ষিণ কলকাতার গ্লফগ্রিন এলাকায় একটি বাড়ি থেকে চুরি করার ঘটনায় গ্রফতার নেপাল বারিক নামে ক্যানিংয়ের এক যুবক। গ্রেফতার করেছে লাল বাজারের অ্যান্টি বার্গলারি সেল।

Advertisement

সূত্রের খবর, ৯ জানুয়ারি শুক্রবার গল্ফগ্রিনের বাসিন্দা সঞ্জীব দত্তের বাড়ি থেকে সোনার গয়না-সহ নগদ টাকা চুরির ঘটনা ঘটে। স্থানীয় থানায় তিনি লিখিত অভিযোগ জানান। পরবর্তীতে তা জানানো হয় লালবাজারে। ঘটনার তদন্তে নেমে রবিবার শিয়ালদহের বিআর সিংহ হাসপাতালের কাছ থেকে নেপালকে গ্রেফতার করেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন