Road Accident

জখম তিন, দুর্ঘটনার ‘মিছিল’ নিউ টাউন ও সল্টলেকে

স্থানীয়েরা জানাচ্ছেন, নিউ টাউন ও সল্টলেকে বেশি রাতে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। পর পর একাধিক দুর্ঘটনার পরেও চালকদের একাংশ সচেতন হচ্ছেন না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১০:৩০

—প্রতীকী চিত্র।

পথ দুর্ঘটনা যেন থামতেই চাইছে না নিউ টাউন এবং সল্টলেকে। বুধবার রাতে এই দুই এলাকায় দু’টি পৃথক দুর্ঘটনায় জখম হলেন তিন জন। ঘটনাচক্রে, ওই দিনই দুপুরে নিউ টাউনের ছাপনা এলাকায় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক বাইকচালকের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে বাস থেকে পড়ে আহত হন এক যাত্রী। তাঁকে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি সরকারি হাসপাতালে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বেসরকারি ওই বাসটি পাঁচ নম্বর সেক্টর থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। প্রচণ্ড ভিড় থাকায় অনেকেই ঝুলে যাচ্ছিলেন। কলেজ মোড়ে একটি বাঁক ঘোরার সময়ে হাত ফসকে পড়ে যান ওই যাত্রী। চালক ও কন্ডাক্টর-সহ বাসটি আটক করেছে পুলিশ।

বুধবার রাতে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে। সেখানে একটি হোটেলের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে মালবোঝাই পিক-আপ ভ্যান। দুর্ঘটনার অভিঘাতে জখম হন পিক-আপ ভ্যানটির চালক ও খালাসি। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় নিউ টাউন ট্র্যাফিক গার্ডের পুলিশ। জানা গিয়েছে, তীব্র গতিতে বিশ্ব বাংলা গেট থেকে কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছিল পিক-আপ ভ্যানটি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দু’টি গাড়িই।

স্থানীয়েরা জানাচ্ছেন, নিউ টাউন ও সল্টলেকে বেশি রাতে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। পর পর একাধিক দুর্ঘটনার পরেও চালকদের একাংশ সচেতন হচ্ছেন না। পুলিশের অবশ্য দাবি, দুর্ঘটনা ঠেকাতে গতি নিয়ন্ত্রণ, নির্দিষ্ট দূরত্ব অন্তর গার্ডরেল বসানো থেকে শুরু করে বেপরোয়া চালকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে। লাগাতার সচেতনতার প্রচারও চলছে। বুধবারের দুর্ঘটনাতেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন