App Cab Driver arrested

বেশি ভাড়া দিতে নারাজ মহিলার পেটে লাথি, মুচকে দেওয়া হল হাত! সল্টলেকের ঘটনায় গ্রেফতার অ্যাপ ক্যাব চালক

শর্মিষ্ঠা ঘোষ নামে ওই মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অ্যাপ ক্যাব চালককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শাহবাজ় আলি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৪:১৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গন্তব্যে পৌঁছোতেই বেশি ভাড়া চাইতে শুরু করেছিলেন অ্যাপ ক্যাব চালক। কিন্তু তা দিতে রাজি হননি মহিলা যাত্রী। অ্যাপে ভাড়া যা দেখিয়েছিল, তিনি তা-ই দেবেন বলেছিলেন। এ নিয়ে তর্কাতর্কির সময় ওই মহিলা যাত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠল অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে।

Advertisement

শর্মিষ্ঠা ঘোষ নামে ওই মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অ্যাপ ক্যাব চালককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শাহবাজ় আলি। ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১১৫(২) এবং ৭৪ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কলকাতা সংলগ্ন সল্টলেকে ঘটনাটি ঘটেছে। মহিলা জানিয়েছেন, তিনি বাগুইআটি থেকে গাড়ি বুক করেছিলেন। তাঁর গন্তব্য ছিল সল্টলেকের ডিএফ ব্লক। অভিযোগ, সেখানে পৌঁছোনোর পর থেকেই তাঁর কাছ থেকে বেশি টাকা দাবি করতে শুরু করেন চালক। মহিলা যাত্রী তা দিতে না-চাওয়ায় দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। মহিলা যাত্রী পুলিশকে জানিয়েছেন, অ্যাপে যা ভাড়া দেখিয়েছিল, তা দিয়ে তিনি গাড়ি থেকে নেমে যাওয়ার সময়েই তাঁকে হেনস্থা করেন চালক। তাঁর হাত মুচকে দেন। পেটেও লাথি মারেন। ওই ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন মহিলা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চালক দক্ষিণ ২৪ পরগনার নারায়ণপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement
আরও পড়ুন