Illegal Immigration

অনুপ্রবেশের পরে ৩৫ বছর ধরে কলকাতায় বাংলাদেশি, শুরু তদন্ত

পুলিশ সূত্রের খবর, ১৯৯১ সাল থেকে দক্ষিণ কলকাতায় পরিচয় গোপন করে বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে জানা গিয়েছে। ওই ব‍্যক্তির বিরুদ্ধে সম্প্রতিকয়েকটি তথ্য জমা পড়েছে লালবাজারে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ০৯:২২
বেআইনি ভাবে ভারতে প্রবেশের অভিযোগ।

বেআইনি ভাবে ভারতে প্রবেশের অভিযোগ। —প্রতীকী চিত্র।

পরিচয় লুকিয়ে প্রায় ৩৫ বছর ধরে কলকাতায় রয়েছেন এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। তিনি এক জন প্রভাবশালী ব্যবসায়ীও। সম্প্রতি কলকাতার নগরপালের নির্দেশে পুলিশের তরফে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে তৎপরতা বেড়েছে। তার পরেই ওই ব‍্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ১৯৯১ সাল থেকে দক্ষিণ কলকাতায় পরিচয় গোপন করে ওই বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে জানা গিয়েছে। ওই ব‍্যক্তির বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি তথ্য জমা পড়েছে লালবাজারে। তার পরেই ওই ব্যক্তিকে নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সূত্রের দাবি, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে তদন্তকারীরা জানিয়েছেন, ওই ব্যক্তি বাংলাদেশের পাসপোর্ট ও বৈধ নথি ছাড়াই অবৈধ ভাবে ভারতে চলে আসেন ১৯৯১ সালে। তার পরে এ দেশের ভুয়ো পরিচয়পত্র তৈরি করেন। সরকারি আধিকারিকদের কাছে নিজের পরিচয় লুকিয়ে পরিচয়পত্র তৈরি করে সরকারি আধিকারিকদের সঙ্গেও প্রতারণা করেছেন ওই ব্যক্তি, তেমনটাই উঠে এসেছে অনুসন্ধানে।

সিকিয়োরিটি কন্ট্রোল অর্গানাইজ়েশনের (এসসিও) তরফে ওই ব‍্যক্তির বিরুদ্ধে ভবানীপুর থানায় লিখিত ভাবে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হয়েছে। তার পরে এফ আই আর দায়ের করে যৌথ ভাবে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানা। প্রাথমিক ভাবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা না হলেও তাঁকে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন