Bank Fraud

ভুয়ো নথির মাধ্যমে ৩৫ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ায় সাহায্য! প্রতারণার অভিযোগে ব্যাঙ্কের এজেন্ট গ্রেফতার

হেয়ার স্ট্রিট থানায় গত ২৮ জুন একটি বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক সইফ আলি বিলাল অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, ২০২৪ সালের এপ্রিল মাসে বেশ কয়েক জন মিলে জাল নথি দাখিল করে ওই ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকার গৃহঋণ নেয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০২:২৯

—প্রতীকী চিত্র।

ভুয়ো নথি দেখিয়ে ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকার ঋণ নিয়ে টাকা না মেটানোর অভিযোগে এক জনকে গ্রেফতার করল লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। ধৃতের নাম তবরেজ খান। তিনি জালিয়াতিতে অভিযুক্তদের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। আগেই এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

Advertisement

হেয়ার স্ট্রিট থানায় গত ২৮ জুন একটি বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক সইফ আলি বিলাল অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, ২০২৪ সালের এপ্রিল মাসে বেশ কয়েক জন মিলে জাল নথি দাখিল করে ওই ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকার গৃহঋণ নেয়। ঋণের কোন‌ও কিস্তিই শোধ করা হয়নি বলেও অভিযোগ।

তদন্তে নেমে গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় পাটুলি থানা এলাকার গাঙ্গুলিবাগান থেকে তবরেজকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় আগেই নীলাঞ্জন মুখোপাধ্যায়, বসুজিৎ বন্দ্যোপাধ্যায় ও সুব্রত দাশগুপ্ত নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি ওই ব্যাঙ্কের অনুমোদিত এজেন্ট হিসাবে কাজ করতেন। সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে তিনি ঋণ পাইয়ে দিতে সাহায্য করেছিলেন।

Advertisement
আরও পড়ুন