Governor CV Anand Bose

‘ইয়োর্‌স সিনসিয়ারলি’র বদলে ‘বন্দে মাতরম’— জাতীয় গানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের

জাতীয় গানটির প্রতি সম্মান জানানো এবং মানুষের দৈনন্দিন জীবনে এর চর্চা ও গ্রহণযোগ্যতা বাড়াতেই রাজ্য বোসের এমন উদ্যোগ বলে জানানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ২০:৩২
Governor CV Anand Bose decides to conclude his letters with \\\\\\\\\\\\\\\'Vande Mataram\\\\\\\\\\\\\\\' instead of \\\\\\\\\\\\\\\'Yours Sincerely\\\\\\\\\\\\\\\'

সিভি আনন্দ বোস। —ফাইল চিত্র।

জাতীয় গানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অভিনব সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি তাঁর সরকারি চিঠিপত্রে প্রচলিত ‘ইয়োর্‌স সিনসিয়ারলি’ বা ‘ইতি’ শব্দের পরিবর্তে স্বাক্ষরের শেষে ‘বন্দে মাতরম’ লেখার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার লোক ভবনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জাতীয় গানের প্রতি সম্মান জানানো এবং মানুষের দৈনন্দিন জীবনে এর চর্চা ও গ্রহণযোগ্যতা বাড়াতেই রাজ্যপাল বোসের এমন উদ্যোগ বলে জানানো হয়েছে।

Advertisement

লোক ভবনের সরকারি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখা হয়েছে, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’ শুধু একটি গান নয়, এটি জাতির আত্মা ও চেতনার প্রতীক। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে শুরু করে আজও এই গান দেশপ্রেম, ঐক্য ও সাংস্কৃতিক গৌরবের বার্তা বহন করে চলেছে। রাজ্যপালের দফতরের এক আধিকারিক জানান, তাঁর সব ধরনের সরকারি চিঠিপত্রে স্বাক্ষরের শেষে ‘ইয়োরস সিনসিয়ারলি’র পরিবর্তে ‘বন্দে মাতরম’ ব্যবহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। পাশাপাশি তিনি সাধারণ মানুষকেও অনুরোধ করেছেন, নিজেদের জীবনে যে কোনও উপায়ে ‘বন্দে মাতরম’কে ধারণ ও লালন করতে।

রাজ্যপালের মতে, এই ধরনের প্রতীকী পদক্ষেপ জাতীয় গানের মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে আরও গভীর ভাবে পৌঁছে দিতে সাহায্য করবে। ঐক্য, দেশপ্রেম ও সাংস্কৃতিক গর্বের যে চেতনা ‘বন্দে মাতরম’-এর সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, তা জীবনের সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ঘটনাচক্রে এ বছরই বঙ্কিমচন্দ্র রচিত এই গানটি সার্ধশতবর্ষ পূর্ণ করেছে। যা নিয়ে ভারতের সংসদের উভয়কক্ষে আলোচনা হয়েছে।

Advertisement
আরও পড়ুন