—প্রতীকী চিত্র।
আবাসনের পিছনে সার্ভিস রোড। তার এক পাশে মেট্রো প্রকল্পের এলাকা। অন্য দিকে, দত্তাবাদ এলাকার বসতি। সেই রাস্তায় রোজ জমা হয় এলাকার আবর্জনা। বিধাননগর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লাবণী বাস স্ট্যান্ডের কাছে একটি আবাসনের পিছনের সার্ভিস রোডে থাকা সেই আবর্জনার স্তূপে বুধবার রাতে আগুন লেগে যায়।
দত্তাবাদ এলাকার তৃণমূল নেতা নির্মল দত্ত জানান, বাসিন্দাদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে তিনি সেখানে যান। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। বৃহস্পতিবার সকালে বিধাননগর পুরসভার তরফে ওই রাস্তায় সেই সব আবর্জনা সাফ করে রাস্তা পরিষ্কার করা হয়েছে।
প্রশ্ন উঠেছে, কেন সার্ভিস রোডে এলাকার জঞ্জাল জড়ো করা হবে? স্থানীয়দের একাংশের অভিযোগ, বুধবার রাতে আগুন লাগার পরে টনক নড়েছে পুরসভার। অথচ, প্রতিদিন ওই রাস্তায় এলাকা থেকে সংগৃহীত জঞ্জাল ফেলা হয়। যা থেকে ছড়ায় কটু গন্ধ। আপাতত পরিষ্কার করা হলেও ফের যে আগের অবস্থা হবে না, তার নিশ্চয়তা কোথায়, সেই প্রশ্ন তুলছেন তাঁরা।
দুর্ঘটনাস্থলের এক দিকে দত্তাবাদ এবং মেট্রো প্রকল্পের এলাকা। সেই প্রকল্প এলাকায় কাজের জন্য দাহ্য বস্তুও পড়ে থাকে। আগুন কোনও ভাবে সে দিকে ছড়ালে বড় অঘটন ঘটতে পারত বলে মত অনেকের।
যদিও পুরসভার দাবি, আবর্জনা নিয়মিত সংগ্রহ করা হয়। পথে আবর্জনা ফেলার প্রবণতা মূলত বাসিন্দাদের একাংশের মধ্যেই দেখা যায়। তবে, এত দিন আবর্জনা সংগ্রহের গাড়ির সমস্যা ছিল। এখন নতুন গাড়ি আসায় সমস্যা মিটবে বলে আশা করা যাচ্ছে। স্থানীয় পুরপ্রতিনিধি তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। আগাম দিনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুরসভা।