—প্রতীকী চিত্র।
কয়েকটি চুরির ঘটনায় নাম জড়ানো দুই ব্যক্তিকে ধরতে গিয়ে সোমবার দুপুরে ট্যাংরা থানা এলাকায় আক্রান্ত হল বিধাননগর দক্ষিণথানার পুলিশ। বিধাননগর পুলিশের তরফে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রের খবর, বিধাননগরে কয়েকটি চুরির ঘটনার পরে সিসি ক্যামেরার ফুটেজ-সহ তথ্য সংগ্রহ করে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। ট্যাংরা থানা এলাকায় অভিযুক্তদের অবস্থান নিশ্চিত করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
সেই মতো এ দিন বেলায় ট্যাংরা থানার পুলিশকে নিয়ে ডি সি দে রোডে অভিযান চালাতে যান বিধাননগর দক্ষিণ থানার একাধিক পুলিশকর্মী। অভিযুক্তদের আটক করে গাড়িতে তুলতেই ধেয়ে আসেন তাঁদের আত্মীয়েরা। পুলিশের সঙ্গে এক দল মহিলা গোলমাল শুরু করেন বলে অভিযোগ। তাঁদেরঅভিযোগ, ওই অভিযানে এক যুবক আহত হয়েছেন। এই বলে সরু পরিসরে পুলিশকর্মীদের চার দিক থেকে ঘিরে ফেলা হয়।কোনও মতে অভিযুক্তদের একটি গাড়িতে তুলতে সক্ষম হয় পুলিশ।
কিন্তু তত ক্ষণে উত্তেজনা ছড়ায়। পুলিশকর্মীদের গায়ে হাত তোলার পাশাপাশি একটি গাড়িভাঙচুর করা হয়। পুলিশের দিকে ধেয়ে আসে ইট, গ্লাস, বোতল। কোনও মতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ট্যাংরা এবং বিধাননগরদক্ষিণ থানার পুলিশ। ইটের ঘায়ে, মারধরে আহত হন বিধাননগর পুলিশের ৭-৮ জন কর্মী। তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর।কোনও মতে সেখান থেকে বেরিয়ে যেতে সমর্থ হয় পুলিশ। পরে খবর পেয়ে ট্যাংরা থানা থেকে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশকর্মীদের নিয়েযাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। সন্ধ্যায় ট্যাংরা থানায় বিধাননগর পুলিশেরতরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পুলিশের উপরে হামলার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে কলকাতা পুলিশ সূত্রের খবর। পাল্টা পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের একাংশ অভিযোগ দায়ের করেছেন।