বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
আনন্দপুরের অগ্নিকাণ্ডের প্রতিবাদে শুভেন্দু অধিকারীদের মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার ওই মিছিল করতে পারবেন শুভেন্দুরা। তবে পরিবর্তন করতে হবে মিছিলের রুট। এমনটাই জানিয়েছে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে, বৃহস্পতিবার দুপুরে শুভেন্দুদের ওই মিছিলের কথা ছিল। আনন্দপুরে শীতলামন্দির চত্বর থেকে মিছিল করে ঘটনাস্থল পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দুরা। আদালত জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ৩টে পর্যন্ত ওই প্রতিবাদ কর্মসূচি করা যাবে। মিছিলে সর্বোচ্চ ২০০০ জনের জমায়েত করা যাবে।
তবে এই মিছিলের জন্য শুভেন্দুদের রুট পরিবর্তন করতে হবে। আগে স্থির ছিল শীতলামন্দির চত্বর থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পর্যন্ত মিছিল হবে। তবে হাই কোর্ট জানিয়ে দিয়েছে, শীতলামন্দির চত্বর থেকে ঢালাই সেতু, ইএম বাইপাস হয়ে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলের উদ্যোক্তাদের নাম বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার মধ্যে জানিয়ে দিতে হবে প্রশাসনকে। কোনও অশান্তি ঘটলে, তা দায় বর্তাবে ওই উদ্যোক্তাদের উপরেই।
আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় গত রবিবার দু’টি গুদামে আগুন লেগে যায়। তার মধ্যে ছিল ওয়াও মোমো-র গুদাম। অপরটি ডেকরেটার্সের গুদাম। ওই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। মিলেছে কিছু দেহাংশও। সেগুলি এক জনের, না একাধিক ব্যক্তির— তা-ও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত এমন ২১টি দেহাংশের সন্ধান মিলেছে। সূত্রের খবর, ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে থানায়।