Anit Thapa

কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠকে ‘না’ অনিত থাপার! বিজেপির দাবি, ‘মমতার ভয়’, সরগরম পাহাড়ের রাজনীতি

মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠক নিয়ে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাকে নিশানা করে তোপ দাগেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনিত থাপা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:০৭
(বাঁ দিকে) অনিত থাপা। মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) অনিত থাপা। মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য পাঁচ দিনের সফরে এসেছেন মধ্যস্থতাকারী (ইন্টারলোকিউটার) পঙ্কজকুমার সিংহ। কেন্দ্রই তাঁকে নিয়োগ করেছিল। ইতিমধ্যে দার্জিলিঙে বৈঠক করেছেন তিনি। শনিবার দার্জিলিঙে মধ্যস্থতাকারী পঙ্কজের সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় সাংসদ রাজু বিস্তা, বিধায়ক নিরজ জিম্বা এবং গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি। তবে মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করতে নারাজ অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। যা নিয়ে বিধানসভা ভোটের আগেই সরগরম হচ্ছে পাহাড়ের রাজনীতি।

Advertisement

ইতিমধ্যেই মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠক নিয়ে সাংসদ রাজুকে নিশানা করে তোপ দাগেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনিত থাপা। তাঁর বক্তব্য, ‘‘যদি রাজু বিস্তা ঘোষণা করেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তাহারে গোর্খাল্যান্ড গঠনের উল্লেখ থাকবে, তা হলে তিনি যেখানে বলবেন সেখানেই মধ্যস্ততাকারীর সঙ্গে দেখা করব।’’

অন্য দিকে, অনিতের এই মন্তব্যকে কেন্দ্র করে দার্জিলিঙের সাংসদ রাজু বলেন , ‘‘অনিতদা হয়তো ভুলে গিয়েছেন বিজেপি ইতিমধ্যেই ২০২১-এর নির্বাচনী ইস্তাহারে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের জন্য স্থায়ী রাজনৈতিক সমাধানের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। ইস্তাহারে আমরা যা বলি, তা বাস্তবায়ন করার ট্র্যাক রেকর্ড বিজেপির রয়েছে। নির্বাচনী ইস্তাহারের সেই প্রতিশ্রুতি পূরণ করতেই মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে।’’ রাজু আরও দাবি করেছেন, রাজ্য সরকারের ‘ভয়ে’ এ সব বলছেন অনিত। তিনি বলেন, ‘‘আমি জনসমক্ষে তাঁকে মধ্যস্থতাকারীর সঙ্গে দেখা করতে এবং নিজের মতামত জানাতে অনুরোধ করেছিলাম। তিনি কি কলকাতাকে ভয় পাচ্ছেন? তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন? কেন তিনি মধ্যস্থতাকারীর সঙ্গে দেখা করতে অস্বীকার করছেন? কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনা না করে তিনি কার স্বার্থ রক্ষা করছেন?’’

Advertisement
আরও পড়ুন