Viral Video

কনকনে ঠান্ডায় খালি গায়ে গাড়ির ছাদে উঠে নাচ তরুণদের, সঙ্গে দেদার পার্টি! হিমাচলের ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক

জোরে গান বাজিয়ে অন্য পর্যটকের সামনে খালি গায়ে নাচ করছিলেন তরুণের দল। স্থানীয়দের একাংশের দাবি, তরুণেরা সকলে মদ্যপ অবস্থায় ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বরফঘেরা পাহাড়ে ঘুরতে গিয়েছেন এক দল তরুণ। বন্ধুবান্ধব এক জায়গায় হতেই আনন্দ আর ধরেনি তাঁদের। কনকনে ঠান্ডায় জামাকাপড় খুলে ফেলে দিলেন সকলে। পরনের শার্ট খুলে দিয়ে খালি গায়ে নাচ করতে শুরু করে দিলেন তরুণেরা। কেউ কেউ আবার গাড়ির ছাদে উঠে নাচ করছিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘গো হিমাচল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কয়েক জন তরুণ খালি গায়ে নাচ করছেন। পাহাড়ের চারদিকে বরফে ঘেরা। পর্যটকদের গাড়িও সারি দিয়ে দাঁড় করানো রয়েছে। এই ঘটনাটি সম্প্রতি হিমাচল প্রদেশের এক পর্যটনকেন্দ্রে ঘটেছে। তরুণের নামপরিচয় জানা যায়নি।

তবে ভিডিয়োয় দেখা গিয়েছে যে, তরুণেরা ধূমপানের আয়োজন করছিলেন। জোরে গান বাজিয়ে অন্য পর্যটকের সামনে খালি গায়ে নাচ করছিলেন তাঁরা। স্থানীয়দের একাংশের দাবি, তরুণেরা সকলে মদ্যপ অবস্থায় ছিলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ঘুরতে গিয়ে এ ভাবে অন্যদের বিব্রত করার কোনও অর্থ নেই। এই ধরনের আচরণ একেবারেই কাম্য নয়। তরুণদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’

Advertisement
আরও পড়ুন