Heavy Rain in Kolkata

জল ঠেলে আদালতে পৌঁছোতেই পারলেন না আইনজীবী, বিচারপতিরা! দিনভর শুনানি বন্ধ রইল হাই কোর্টে

মঙ্গলবার হাই কোর্টে আইনজীবীদের উপস্থিতিও ছিল হাতেগোনা। এই অবস্থায় শুনানি না করেই ফিরে যান বিচারপতিরা। তবে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন কয়েকটি মামলার শুনানি করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩
জলমগ্ন শহরের রাস্তা।

জলমগ্ন শহরের রাস্তা। — নিজস্ব চিত্র।

রাতভর প্রবল বৃষ্টির জেরে কার্যত জলের তলায় চলে গিয়েছে কলকাতা। জলমগ্ন শহরের একাধিক রাস্তা। কোথাও কোথাও কোমর অবধি জল। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জল ঠেলে আদালতে পৌঁছোতেই পারলেন না কর্মী, আইনজীবীরা। তার জেরে মঙ্গলবার দিনভর শুনানির কাজ বন্ধ থাকল কলকাতা হাই কোর্টে।

Advertisement

সকাল সাড়ে ১০টা নাগাদ আদালত বসে। কিন্তু মঙ্গলবার সকালে হাই কোর্টের এজলাসে কোর্ট অফিসার থেকে কর্মচারী— বেশির ভাগই অনুপস্থিত ছিলেন। আদালতের কমবেশি প্রায় সব এজলাসেই দেখা গিয়েছিল একই চিত্র। তা ছাড়া, মঙ্গলবার হাই কোর্টে আইনজীবীদের উপস্থিতিও ছিল হাতেগোনা। এই অবস্থায় শুনানি না করেই ফিরে যান বিচারপতিরা। তবে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন কয়েকটি মামলার শুনানি করেন।

দুপুর ২টো নাগাদ কয়েক জন বিচারপতি আবার শুনানির কাজ শুরু করার জন্য এজলাসে যান। সে সময় কর্মচারীরা থাকলেও আইনজীবীরা ছিলেন না। ভারী বৃষ্টির জেরে আইনজীবীরা আদালতে আসতে পারেননি, এই মর্মে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেনকে চিঠি দিয়ে শুনানির কাজ স্থগিত রাখার আবেদন জানায় আইনজীবীদের তিনটি সংগঠন। তাঁদের অনুরোধ ছিল, যে সব মামলায় সব পক্ষের আইনজীবী উপস্থিত রয়েছেন, শুধুমাত্র সেগুলির শুনানি করা হোক। তবে যে মামলাগুলির শুনানি হল না, সেগুলি যেন তালিকা থেকে সরিয়ে দেওয়া না হয়। হাই কোর্ট সূত্রে খবর, বিচারপতিরা আইনজীবী সংগঠনের ওই প্রস্তাব মেনে নিয়েছেন।

অন্য দিকে, প্রাকৃতিক দুর্যোগে শহরে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে ‘গণতন্ত্র বাঁচাও’ এবং ‘অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন’ নামে দু’টি সংগঠন। ওই ঘটনায় আদালতে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদনও জানিয়েছে তারা।

Advertisement
আরও পড়ুন