CBI Raid in Kolkata

হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! সকালে আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা দিল সিবিআই, চলছে তল্লাশি

হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার একটি মামলায় এই অভিযান। তদন্তের স্বার্থে প্রথমে আলিপুরের নিউ রোডের একটি আবাসনে যান তদন্তকারীরা। কিন্তু সেখানে অভিযুক্ত ব্যবসায়ীকে না পেয়ে আলিপুর অ‍্যাভিনিউয়ের একটি বাড়িতে গিয়েছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৫২
সাতসকালে সিবিআই হানা আলিপুরে।

সাতসকালে সিবিআই হানা আলিপুরে। — নিজস্ব চিত্র।

হাজার কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় সাতসকালে দক্ষিণ কলকাতায় হানা দিল সিবিআই। সূত্রের খবর, প্রথমে আলিপুরের নিউ রোডে এক ব্যবসায়ীর বাড়িতে এবং অফিসে হানা দিয়ে কাউকে না পেয়ে পরে আলিপুরেরই আর একটি বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। তল্লাশি চলছে।

Advertisement

সিবিআই সূত্রে জানা গিয়েছে, হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার একটি মামলায় এই অভিযান। তদন্তের স্বার্থে প্রথমে আলিপুরের নিউ রোডের একটি আবাসনে যান তদন্তকারীরা। কিন্তু সেখানে অভিযুক্ত ব্যবসায়ীকে না পেয়ে আলিপুর অ‍্যাভিনিউয়ের একটি বাড়িতে গিয়েছেন তাঁরা। পাশাপাশি, কলকাতার আরও একাধিক জায়গায় তল্লাশি চলছে বলে সূত্রের খবর।

হাজার কোটি টাকা প্রতারণার এই মামলায় আগে সিবিআইয়ের পাশাপাশি অন্য কেন্দ্রীয় সংস্থাগুলিও তদন্ত করেছে। তদন্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও। আদালতে মামলাও চলেছে। পরে হাই কোর্ট ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। অভিযোগ, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ছ’বছর ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে দফায় দফায় কোটি কোটি টাকা ঋণ নিয়ে নয়ছয় করা হয়েছে। প্রথমে ৭৩০ কোটি এবং পরে ২৬০ কোটি টাকা নেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। মামলায় নাম জড়িয়েছে দুই ব্যবসায়ী, দুই সংস্থা এবং অজ্ঞাতপরিচয় এক সরকারি কর্মচারীর। আইপিসি ১২০(বি) ধারার পাশাপাশি দুর্নীতি দমন আইনেও মামলা দায়ের হয়েছে। সেই মামলাতেই এ বার অভিযুক্ত ব্যবসায়ীর বাড়ি হানা দিল সিবিআই।

Advertisement
আরও পড়ুন