Teenager Missing in Kolkata

জিন্‌স পরা নিয়ে মায়ের সঙ্গে মতানৈক্য! সখেরবাজারে টিউশন পড়ে বাড়ি ফিরল না নবম শ্রেণির ছাত্র, খুঁজছে পুলিশ

শম্পা জানান, পড়তে যাওয়ার ক্ষেত্রে যাতায়াত বাবদ রঙ্গনকে ১০ টাকা দিতেন তিনি। বৃহস্পতিবার তাঁর কাছে সেই টাকা না থাকায় তিনি দিতে পারেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৬
নিখোঁজ রঙ্গন মাইতি।

নিখোঁজ রঙ্গন মাইতি। ছবি: সংগৃহীত।

টিউশন পড়তে যাওয়ার আগে পোশাক নিয়ে মায়ের সঙ্গে মতনৈক্য হয়েছিল নবম শ্রেণির ছাত্রের। মা জানিয়েছেন, সেই নিয়ে একটু অভিমান করে বেরিয়ে গিয়েছিল ঠাকুরপুকুরের বাসিন্দা রঙ্গন মাইতি। বৃহস্পতিবার সখেরবাজারে টিউশন পড়ে বাড়ি ফেরার পথেও পড়েছিল সমস্যায়। স্থানীয় দোকান থেকে ফোনে মায়ের সঙ্গে যোগাযোগ করেও পায়নি। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সেই ছাত্রের খোঁজ মেলেনি। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। সমাজমাধ্যমে পোস্ট দিয়েছে। তাঁদের দাবি, টিউশন থেকে বাড়ির পথে বিভিন্ন এলাকার সিসি ক্যামেরায় দেখা গিয়েছিল কিশোরের গতিবিধি।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ সখেরবাজারে টিউশন পড়তে গিয়েছিল রঙ্গন। তাকে পৌঁছে দিয়ে এসেছিলেন মা শম্পা মাইতি। তিনি জানান, ঠান্ডার সকালে ছেলেকে জিন্‌স পরতে বলেছিলেন তিনি। জিন্‌সের রং ফিকে হয়ে যাওয়ায় অন্য প্যান্ট পরতে চেয়েছিল কিশোর। মার কথায়, ‘‘ওই নিয়ে হয়তো অভিমান করে রয়েছে।’’

শম্পা জানান, পড়তে যাওয়ার ক্ষেত্রে যাতায়াত বাবদ রঙ্গনকে ১০ টাকা দিতেন তিনি। বৃহস্পতিবার তাঁর কাছে সেই টাকা না থাকায় তিনি দিতে পারেননি। গৃহশিক্ষিকাকে রঙ্গনের হাতে ১০ টাকা দিতে বলেছিলেন তিনি। কিন্তু গৃহশিক্ষিকাও সে কথা ভুলে যান। শম্পা জানান, টিউশন পড়ে ফেরার সময় সখেরবাজারে একটি দোকান থেকে তাঁকে ফোন করেছিলেন পুত্র। কিন্তু তিনি সে সময় বুঝতে পারেননি।

তার পর বেলা গড়িয়ে গেলেও পুত্র বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। শম্পা জানান, টিউশন থেকে বাড়ি ফেরার পথে বেশ কয়েক জায়গায় সিসি ক্যামেরার ফুটেজে রঙ্গনকে দেখা গিয়েছে। এমনিতে সে ভাল ছাত্র। শম্পা জানান, পড়াশোনার চাপে হয়তো সে কোথাও চলে যেতে পারে। দেওঘরে একটি আশ্রমে দীক্ষা নিয়েছিল সে। সেখানে রয়েছে কি না, তা-ও খোঁজ করে দেখছে পরিবার। পুলিশ তদন্তে নেমেছে। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।

Advertisement
আরও পড়ুন